ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে হতে পারে কাবাডি বিশ্বকাপ

২০১৬ সালে ভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাকশনে বাংলাদেশের জাকির হোসেন, আগামি বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে। ছবি : সংগৃহীত
২০১৬ সালে ভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাকশনে বাংলাদেশের জাকির হোসেন, আগামি বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে। ছবি : সংগৃহীত

কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন কর্মকর্তারাও তাতে সম্মতি দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) ভার্চুয়ালি হওয়া আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের জরুরি সাধারণ সভার পর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

আসরের টেলিভিশন স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের কাছে। প্রতিষ্ঠানটির সঙ্গে আর্থিক এবং অন্যান্য বিষয় প্রথমে মিলতে হবে। তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে চান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। এ ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান দেশের কাবাডি নিয়ন্তারা।

‘কাবাডি বিশ্বকাপ আয়োজন করা অনেক বড় বিষয়। কিন্তু আমরা এমন আয়োজন করতে চাই, যার মাধ্যমে বাংলাদেশ লাভবান হতে পারে। আমরা বিশ্বকাপ আয়োজন করতে চাই, সেই সঙ্গে দেশের কাবাডির উন্নতির পথটাও প্রশস্ত করতে চাই। দুটি বিষয় এক রেখায় মিললে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে। যার প্রাথমিক সম্মতি পাওয়া গেছে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের জরুরি সাধারণ সভায়’—কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। আন্তর্জাতিক এবং স্থানীয় পৃষ্ঠপোষকতা খাত থেকে অর্থ আহরণ করা সম্ভব। সে সঙ্গে প্রচার স্বত্ব থেকে কী পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা গুরুত্বপূর্ণ। সব বিষয় বিবেচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এস এম নেওয়াজ সোহাগ। তার কথায়, ‘বিশ্বকাপ আয়োজনের জন্য আগেই সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা করেছি। ইতিবাচক সাড়া পাওয়ার পরই আমরা আয়োজক হওয়ার বিষয়ে এগিয়েছি। এখন খতিয়ে দেখতে হবে এ আসর আয়োজন করলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে।’

বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর। আসরের খেলাগুলো সরাসরি সম্প্রচারের ওপর নির্ভর করছে পৃষ্ঠপোষকতার বিষয়। এখানে স্টার স্পোর্টসের সুবিধাজনক সময়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির সুবিধাজনক সময়ের সঙ্গে আয়োজকদের পরিকল্পনা মিলতে হবে। দুটি বিষয়ে সমন্বয় করতে গিয়ে বিশ্বকাপ আয়োজনের সময়ও পরিবর্তন হতে পারে।

ভার্চুয়ালি হওয়া আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের জরুরি সাধারণ সভায় নতুন ছয় দেশকে সদস্য করা হয়েছে। জার্মানি, কানাডা, তানজানিয়া, আরব আমিরাত, নরওয়ে ও উজবেকিস্তানকে সদস্য করা হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সদস্য সংখ্যা ৩৫ থেকে ৪১-এ উন্নীত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

লটারি কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

পরিবর্তন হয়েনি যেসব ফোনের ডায়ালপ্যাড কিন্তু কেন?

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

১০

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

১১

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

১২

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

১৩

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

১৪

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

১৫

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

১৬

জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে : রিজভী

১৮

জনগণের আকাঙ্ক্ষা না বুঝা দলের কোনো ভবিষ্যৎ নেই : আমীর খসরু 

১৯

জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি : শরীফ উদ্দিন 

২০
X