ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওমানের কাছে হেরে এশিয়া কাপের বাইরে বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

ওমানকে নিয়ে ভয় ছিল, সেই ওমানেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত দেশটির কাছে হেরে এএইচএফ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ। যার অর্থ আগামী এশিয়া কাপে খেলা হচ্ছে না লাল-সবুজদের।

শুক্রবারের সেমিফাইনালে বাংলাদেশ হারল ৫-৪ গোলের ব্যবধানে। ম্যাচের শুরুতে ওমান গোল করলেও একপর্যায়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ওই অবস্থা থেকে টানা তিন গোল করেছে ওমান। পরে বাংলাদেশ দুই গোল করলেও হজম করেছে আরও একটি। এ হারের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের এএইচএফ কাপ আধিপত্য। ২০০৮ সাল থেকে টানা চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজরা। পঞ্চম শিরোপার মিশনে সেমিফাইনালে দর্শক হয়ে গেল বাংলাদেশ।

আরেক সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। ২৭ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে চাইনিজ তাইপে এবং ওমান। দুটি দল ‘এ’ গ্রুপে ছিল। গ্রুপের শেষ ম্যাচে ওমানের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছিল চায়নিজ তাইপে।

শুক্রবার ম্যাচের অষ্টম মিনিটে আলিয়াস আল-নউফালির ফিল্ড গোলে লিড পায় ওমান। ১৩ মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার (পিসি) গোলে সমতায় আসে বাংলাদেশ। ২৪ মিনিটে আশরাফুল ইসলামের পিসি গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ২৭ মিনিটে রাশাদ আল-ফাজারি পিসি থেকে, ৩০ মিনিটে ফাহাদ আল-লাওয়াতি এবং পরের মিনিটে আলিয়াস আল-নউফালির ফিল্ড গোলে ৪-২ ব্যবধানে লিড নেয় ওমান। ৩৮ মিনিটে করা ওবায়দুল ইসলাম জয়ের ফিল্ড গোল বাংলাদেশকে ম্যাচে রেখেছিল। ৪৪ মিনিটে রাশাদ আল-ফাজারির ফিল্ড গোলে ব্যবধান আরও বড় করেছে ওমান। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সোহানুর রহমান সবুজ স্কোরলাইন ৫-৪ করে ম্যাচ জমিয়ে রাখেন। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

টানা চার শিরোপা জয়ের পথে ২০০৮, ২০১২ ও ২০২২ সালের ফাইনালে ওমানকে হারিয়েছে বাংলাদেশ। সে দৃষ্টিকোণ থেকে ওমানের মধুর প্রতিশোধ ছিল এ ম্যাচ। দেশটি এএইচএফ কাপ খেলতে যাওয়ার আগে পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর আগে আরেকটি প্রতিযোগিতা খেলেছে দেশটি। যার সুফল পেয়েছে ওমান। অপরদিকে প্রস্তুতি ম্যাচ সংক্রান্ত আক্ষেপ ছিল বাংলাদেশ দলের কোচ মশিউর রহমান বিপ্লবের কণ্ঠে। শেষ পর্যন্ত সে প্রস্তুতি ম্যাচই কি ব্যবধান গড়ে দিল, নাকি দেশের হকি নিয়ন্ত্রক সংস্থার দৈন্যের কুফল এটা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন নেইমার

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়বে : নুর

অস্ত্র মামলা / মামুন হত্যাকাণ্ডের দুই শুটারসহ ৫ জন রিমান্ডে 

সাবেক এমপিদের জন্য আমদানিকৃত ৩১ বিলাসবহুল গাড়ি সরকারের মালিকানায়

২০২৬ বিশ্বকাপ / এখনও বাকি ২০টি টিকিটের লড়াই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ মারা গেছেন 

রেললাইনের স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা 

বিএনপির প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয় : আইয়ুব খান

মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী

১০

মেসি বার্সা ছেড়ে যাওয়ায় কোনো অনুশোচনা নেই লাপোর্তার

১১

মানুষের ভালোবাসার দল বিএনপি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

সন্ত্রাসী হামলা / ভারত-পাকিস্তান উভয়ের সঙ্গে তাল মেলাল ইরান

১৩

সাড়ে ৪ হাজার টাকায় ডাকঘরে চাকরি করেন ইমরুল কায়েস!

১৪

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

১৫

বেটিং কেলেঙ্কারিতে তুর্কি ফুটবলে ভূমিকম্প

১৬

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৩৯

১৭

বাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

১৮

প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

১৯

ফেসবুকে লাইভ দিয়ে ফেঁসে গেলেন যুবক

২০
X