

সাড়ে তিন বছর পর ঢাকায় ফিরেছে আন্তর্জাতিক হকি। গ্যালারিতে সাবেক তারকাদের উপস্থিতি, দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে ছিল উৎসবের আবহ। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই উৎসবের রং ম্লান হয়ে গেল দ্রুতই। পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ গড়ল হতাশার ইতিহাস, ৮-২ গোলের বড় হারে মুখ থুবড়ে পড়ল স্বাগতিকরা।
প্রথম কোয়ার্টার শেষে স্কোরলাইন ছিল ১-১। তখনো আশা জেগেছিল লড়াইয়ের। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকেই ছন্দ হারায় বাংলাদেশ, আর সেখান থেকেই শুরু পাকিস্তানের গোলবন্যা। ম্যাচের বাকি সময়টা যেন ছিল একতরফা প্রদর্শনী। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেই বিশ্বকাপ বাছাই পর্বে জায়গা নিশ্চিত করবে পাকিস্তান, তখন শেষ ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হয়ে থাকবে।
ম্যাচের শুরুতেই ঘটে এক নাটকীয় মুহূর্ত। চতুর্থ মিনিটে প্রতিপক্ষের হিট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান সিনিয়র খেলোয়াড় রোমান সরকার। রক্তক্ষরণ থামানো না গেলে দ্রুতই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেই মুহূর্তেই যেন ভেঙে পড়ে বাংলাদেশের মানসিক দৃঢ়তা। ঠিক ওই সময়েই পাকিস্তান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট পেনাল্টি স্ট্রোক থেকে দলকে এগিয়ে দেন। তবে প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে রিভার্স হিটে সমতা ফেরান হুজাইফা হোসেন।
এরপর দ্বিতীয় কোয়ার্টার থেকে শুরু হয় পাকিস্তানের দাপট। নাদিম আহমেদের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় অতিথিরা। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আফরাজ, পরে একই কোয়ার্টারে আরও একবার জালে বল জড়ান তিনি। তৃতীয় কোয়ার্টারে আল ঘাজানফার ও ওয়াহিদ রানার গোলে ব্যবধান আরও বাড়ে, আর চতুর্থ কোয়ার্টারে শাহিদ হান্নান ও নাদিম আহমদের গোল পূর্ণ করে পাকিস্তানের অষ্টম সাফল্য। ৫৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করে পরাজয়ের ব্যবধান সামান্য কমালেও তাতে ফলাফল বদলায়নি।
মন্তব্য করুন