ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গেমসের প্রস্তুতিতে উল্টোপুরাণ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন লোগো। ছবি : সংগৃহীত

চলতি বছর দুটি গেমসে অংশ নেবেন বাংলাদেশি ক্রীড়াবিদরা। অক্টোবরে বাহরাইনে যুব এশিয়ান গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণ করার কথা লাল-সবুজদের। দুটি আসর ছাপিয়ে ২০২৬ সালের দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে!

সামনে থাকা দুটি আসর ছাপিয়ে এসএ গেমসের প্রস্তুতি শুরুর প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কালবেলাকে জানানো হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সুপারিশ ও পরিকল্পনা অনুযায়ী এসএ গেমসের প্রস্তুতি শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি দুটি গেমসের প্রস্তুতি শুরুর জন্য বাজেট প্রস্তাবনা পেলে দ্রুতই ক্রীড়াবিদদের প্রস্তুত করার কাজ শুরু করা হবে।

এসএ গেমসের জন্য বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ বাছাই এবং প্রাথমিক প্রস্তুতির বাজেট ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিকভাবে গেমসের ২৫ ডিসিপ্লিনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতির প্রাথমিক পরিকল্পনায় অবশ্য বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, কাবাডি, রাগবি এবং ভলিবল নেই। উল্লিখিত সবই দলগত ইভেন্ট। প্রাথমিকভাবে ব্যক্তিগত ইভেন্টে প্রস্তুতি শুরুর জন্য এ বাজেট করা হয়েছে। পরে দলীয় ইভেন্টগুলোর জন্য আলাদা বাজেট তৈরি করে প্রস্তুতি শুরু করা হবে। গতকাল এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ডিসিপ্লিনে প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। যারা অনুশীলন কার্যক্রম শুরু করেছেন, অর্থ বরাদ্দ পাওয়া গেলে তাদের বাজেট সমন্বয় করা হবে।

২৫ ডিসিপ্লিনে প্রাথমিকভাবে ১৭টির মধ্যে সবচেয়ে বড় বহর কারাতের। ৪৮ ক্রীড়াবিদের সঙ্গে ৫ কর্মকর্তা মিলিয়ে সংখ্যাটা ৫৩। ৫০ দিনের জন্য এ ডিসিপ্লিনে বরাদ্দ থাকছে প্রায় ৩২ লাখ টাকা, যা তৈরি করা প্রাথমিক বাজেটে কোনো একক ডিসিপ্লিনে সর্বোচ্চ বরাদ্দ। সর্বনিম্ন ৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ থাকছে স্কোয়াশের জন্য। এ ডিসিপ্লিনে ১২ ক্রীড়াবিদের সঙ্গে ক্যাম্পে থাকবেন তিন কর্মকর্তা।

প্রাথমিক ক্যাম্পে খেলোয়াড়দের খাবার, ধৌত ভাতা, কোচদের ভাতা এবং এককালীন যাতায়াত ভাতার পেছনে ব্যয় হবে ৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া পোশাক, ক্রীড়া সরঞ্জাম, আবাসন, বিদেশি কোচ, প্রস্তুতি ম্যাচ, জরুরি চিকিৎসা, ভেন্যু পরিচ্ছন্ন করা, প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য মিলিয়ে গেমসের প্রস্তুতি পর্বের প্রাথমিক বাজেট ৬ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক বরাদ্দের অর্থ ২০২৪-২৫ অর্থবছর থেকে প্রদান করা হচ্ছে। পরবর্তী কার্যক্রমের অর্থ আসবে নতুন অর্থবছর থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সত্য তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়’

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১০

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১১

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১২

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৩

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৪

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৫

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৬

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৭

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

১৮

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

১৯

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

২০
X