ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গেমসের প্রস্তুতিতে উল্টোপুরাণ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন লোগো। ছবি : সংগৃহীত

চলতি বছর দুটি গেমসে অংশ নেবেন বাংলাদেশি ক্রীড়াবিদরা। অক্টোবরে বাহরাইনে যুব এশিয়ান গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণ করার কথা লাল-সবুজদের। দুটি আসর ছাপিয়ে ২০২৬ সালের দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে!

সামনে থাকা দুটি আসর ছাপিয়ে এসএ গেমসের প্রস্তুতি শুরুর প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কালবেলাকে জানানো হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সুপারিশ ও পরিকল্পনা অনুযায়ী এসএ গেমসের প্রস্তুতি শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি দুটি গেমসের প্রস্তুতি শুরুর জন্য বাজেট প্রস্তাবনা পেলে দ্রুতই ক্রীড়াবিদদের প্রস্তুত করার কাজ শুরু করা হবে।

এসএ গেমসের জন্য বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ বাছাই এবং প্রাথমিক প্রস্তুতির বাজেট ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিকভাবে গেমসের ২৫ ডিসিপ্লিনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতির প্রাথমিক পরিকল্পনায় অবশ্য বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, কাবাডি, রাগবি এবং ভলিবল নেই। উল্লিখিত সবই দলগত ইভেন্ট। প্রাথমিকভাবে ব্যক্তিগত ইভেন্টে প্রস্তুতি শুরুর জন্য এ বাজেট করা হয়েছে। পরে দলীয় ইভেন্টগুলোর জন্য আলাদা বাজেট তৈরি করে প্রস্তুতি শুরু করা হবে। গতকাল এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ডিসিপ্লিনে প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। যারা অনুশীলন কার্যক্রম শুরু করেছেন, অর্থ বরাদ্দ পাওয়া গেলে তাদের বাজেট সমন্বয় করা হবে।

২৫ ডিসিপ্লিনে প্রাথমিকভাবে ১৭টির মধ্যে সবচেয়ে বড় বহর কারাতের। ৪৮ ক্রীড়াবিদের সঙ্গে ৫ কর্মকর্তা মিলিয়ে সংখ্যাটা ৫৩। ৫০ দিনের জন্য এ ডিসিপ্লিনে বরাদ্দ থাকছে প্রায় ৩২ লাখ টাকা, যা তৈরি করা প্রাথমিক বাজেটে কোনো একক ডিসিপ্লিনে সর্বোচ্চ বরাদ্দ। সর্বনিম্ন ৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ থাকছে স্কোয়াশের জন্য। এ ডিসিপ্লিনে ১২ ক্রীড়াবিদের সঙ্গে ক্যাম্পে থাকবেন তিন কর্মকর্তা।

প্রাথমিক ক্যাম্পে খেলোয়াড়দের খাবার, ধৌত ভাতা, কোচদের ভাতা এবং এককালীন যাতায়াত ভাতার পেছনে ব্যয় হবে ৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া পোশাক, ক্রীড়া সরঞ্জাম, আবাসন, বিদেশি কোচ, প্রস্তুতি ম্যাচ, জরুরি চিকিৎসা, ভেন্যু পরিচ্ছন্ন করা, প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য মিলিয়ে গেমসের প্রস্তুতি পর্বের প্রাথমিক বাজেট ৬ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক বরাদ্দের অর্থ ২০২৪-২৫ অর্থবছর থেকে প্রদান করা হচ্ছে। পরবর্তী কার্যক্রমের অর্থ আসবে নতুন অর্থবছর থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১০

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১১

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১২

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৩

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৪

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৫

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

১৬

এবার একাত্তর ইস্যুতে যাদের বিচার চাইলেন নাসীরুদ্দীন

১৭

৭ অক্টোবরের হামলা : ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

১৮

টঙ্গী স্টেশন রোডে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৪

১৯

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

২০
X