স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হকি মাঠে ফের বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ। ভারতের মাটিতে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তার আগেই আজ উন্মোচিত হলো নতুন জার্সি—যেখানে প্রতিটি ফিতায় জড়িয়ে আছে দেশের স্বপ্ন, তরুণদের সাহস আর বিশ্বজয়ের প্রত্যয়।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে বসছে যুব হকি বিশ্বকাপের আসর। ২৪ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে—প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। প্রথমবারের মতো এই মঞ্চে নাম লেখানোয় দেশের হকি ইতিহাসে এটি এক নতুন অধ্যায়।

রোববার বিকেলে বিমানবাহিনীর ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। উন্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান, জাতীয় দলের প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান, অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক মেহরাব হাসান সামিনসহ কর্মকর্তারা।

হকি ফেডারেশনের সভাপতি অনুষ্ঠানে বলেন,“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের তরুণরা ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে। মাঠে শৃঙ্খলাই সাফল্যের চাবিকাঠি। প্রতিপক্ষ যত বড়ই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়বে—এটাই আমাদের শক্তি।”

সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, দল আগামী ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে যাত্রা করবে। মূল টুর্নামেন্টের আগে তারা চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

কোচ সিগফ্রিড আইকম্যান বলেন,“খেলোয়াড়দের গতি, বল নিয়ন্ত্রণ ও দলগত সমন্বয়ের ওপর আমরা কঠোরভাবে কাজ করেছি। আধুনিক হকিতে গতি আর সমন্বয়ই সাফল্যের মূল। আমরা চাই, বাংলাদেশ সেটির প্রতিফলন ঘটাক মাঠে।”

এদিকে সিনিয়র দলের ব্যস্ত সময়ও সামনে। আগামী ১৩, ১৪ ও ১৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজ। বিজয়ী দলই পাবে মূল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার টিকিট। পাকিস্তান দল ইতিমধ্যে ঢাকায় এসে অনুশীলন শুরু করলেও তাদের প্রধান কোচ তাহির জামান এখনও দলে যোগ দেননি।

বাংলাদেশ দল:

মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হুজায়ফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহিদুর রহমান সাজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

১০

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

১১

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

১২

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

১৩

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১৪

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১৬

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৭

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৮

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৯

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

২০
X