

ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা করছে গুগল। সে লক্ষ্যেই তারা নিয়ে এলো এক নতুন ব্রাউজিং এক্সপেরিমেন্ট, যার নাম Disco। গুগলের শক্তিশালী Gemini AI দিয়ে তৈরি এই টুল ব্যবহারকারীদের দৈনন্দিন অনলাইন কাজকে আরও দ্রুত এবং গুছিয়ে করার চেষ্টা করবে।
আজকের দিনে আমরা একসঙ্গে অনেক ট্যাব খুলে কাজ করি— পড়াশোনা, অফিসের কাজ, রান্নার রেসিপি খোঁজা বা ভ্রমণের পরিকল্পনা। কিন্তু এত ট্যাব সামলানো অনেক সময়ই ঝামেলার হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই Disco ব্যবহারকারীর পাশে দাঁড়াতে চায়।
Disco-এর মূল আকর্ষণ হল GenTabs নামের একটি বিশেষ ফিচার। এটি ব্যবহারকারীর খোলা ট্যাবগুলো দেখে বুঝে নিতে পারে, তিনি আসলে কী করতে চাইছেন। সেই অনুযায়ী নিজে থেকেই ছোট ছোট ওয়েব অ্যাপ তৈরি করার প্রস্তাব দেয়। গুগল এই কাস্টম অ্যাপগুলোকেই বলছে GenTabs।
উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি কোনো নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করেন, তাহলে GenTabs সেই বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটি তথ্যভিত্তিক ওয়েব অ্যাপ বানিয়ে দিতে পারে। আবার একাধিক রান্নার রেসিপি খোলা থাকলে, সেগুলো মিলিয়ে একটি খাবারের পরিকল্পনার অ্যাপ তৈরি করা সম্ভব। ভ্রমণের সময় হোটেল, দর্শনীয় জায়গা বা যাতায়াতের রুট নিয়ে খোঁজাখুঁজি করলে, GenTabs সেসব তথ্য একত্র করে একটি ট্রিপ প্ল্যানার বানিয়ে দিতে পারে।
আজকাল অনেক এআই চ্যাটবটেই এ ধরনের কাজ করা যায়। তবে GenTabs-এর বিশেষত্ব হলো, এটি শুধু প্রশ্নের উত্তর দেয় না। ব্যবহারকারীর খোলা ট্যাব এবং আগের Gemini চ্যাটের তথ্য ব্যবহার করে সরাসরি কাজের মতো ব্যবহারযোগ্য অ্যাপ তৈরি করে দেয়। পরে ব্যবহারকারী চাইলে সাধারণ ভাষায় নির্দেশ দিয়েই সেই অ্যাপ আরও পরিবর্তন বা সাজিয়ে নিতে পারেন।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, GenTabs দিয়ে তৈরি সব কনটেন্টেই তথ্যের মূল সূত্রের লিঙ্ক থাকবে। এতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন তথ্য কোথা থেকে এসেছে, ফলে বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে।
এর আগেও গুগল AI-কে ব্রাউজ়িংয়ের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। আলাদা কোনও AI ব্রাউজ়ার বানানোর বদলে, তারা Chrome ব্রাউজ়ারের মধ্যেই Gemini Assistant যুক্ত করেছে, যেখানে খোলা ওয়েবপেজ নিয়ে প্রশ্ন করা যায়। তবে Disco আরও এক ধাপ এগিয়ে, কারণ এটি একসঙ্গে খোলা সব ট্যাবের উপর কাজ করে এবং সেগুলো থেকে নতুন অভিজ্ঞতা তৈরি করে।
এই মুহূর্তে Disco সবার জন্য চালু হচ্ছে না। প্রথম ধাপে খুব অল্প সংখ্যক ব্যবহারকারী Google Labs-এর মাধ্যমে এটি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন এবং তাদের মতামত দেবেন। ভবিষ্যতে এই মতামতের ভিত্তিতেই Disco-তে নতুন ফিচার যোগ করা হবে।
Disco ব্যবহার করতে হলে আগ্রহীদের ওয়েটলিস্টে নাম লেখাতে হবে। আপাতত এটি শুধু macOS ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, Disco গুগলের এক নতুন চেষ্টা, যেখানে ব্রাউজিং শুধু তথ্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারকারীর কাজ অনুযায়ী নিজে থেকেই স্মার্ট সমাধান তৈরি করে দেবে। AI-চালিত এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের ইন্টারনেট ব্যবহারের ধরনই বদলে দিতে পারে।
সূত্র : এই সময় অনলাইন
মন্তব্য করুন