ইউএন উইমেনের ডকুসিরিজ নারীর প্রতি সহিংসতা বন্ধে ও সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী প্রচার করছে। সারাবিশ্বের ১৬টি দেশের গল্প ৩ পর্বে নির্মিত সিরিজটিতে তুলে ধরা হয়েছে। সহিংসতার মূল কারণ, এর মানবিক প্রভাব এবং কীভাবে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার পদক্ষেপগুলো বিশ্বব্যাপী নারী ও মেয়েদের জীবনে পরিবর্তন আনতে পারে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউএন উইমেন গুলশানের ইএমকে সেন্টারে ডকুসিরিজ স্ক্রিনিংয়ের আয়োজন করে। ‘আনসাইলেন্সড: স্টোরিজ অব সারভাইভাল, হোপ এবং অ্যাক্টিভিজম’ শীর্ষক এই সিরিজটি নারীর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে। ২৩ মিনিটের পর্বটিতে বাংলাদেশ, ইকুয়েডর, সার্বিয়া, সলোমন দ্বীপপুঞ্জ এবং উগান্ডার গল্প দেখানো হয়েছে।
কানাডা সরকারের সমর্থনে, ইউএন উইমেনের সহায়তায়, সুশীল সমাজের সংগঠনগুলোর নেতৃত্বে পলিসি অ্যাডভোকেসির একটি সফল প্রয়াসকে বাংলাদেশ অংশে তুলে ধরা হয়েছে। এই অ্যাডভোকেসির একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে, প্রমাণ আইন ১৮৭২ এর ধারা ১৫৫ (৪) এর বৈষম্যমূলক ধারাগুলো বাতিল করে ২০২২ সালে বাংলাদেশের জাতীয় সংসদ (সংশোধন) বিল ২০২২ পাস করে। সংশোধিত বিলটির মাধ্যমে, বিচার চলাকালে জেরায় ধর্ষিত ব্যক্তির চরিত্র নিয়ে প্রশ্ন করা নিষিদ্ধ করা হয় এবং ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা অন্তর্ভুক্ত করা হয়। এটি জেন্ডার বেইজড সহিংসতার শিকার ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ধর্ষণের শিকার ব্যক্তিদের পুনরায় প্রশ্ন করে ট্রমাটাইজড করা- যা প্রায়ই 'দ্বিতীয় ধর্ষণ' হিসাবে উল্লেখ করা হয়- তার থেকে রক্ষা করে।
নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, ‘নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতায় সারা বিশ্বের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এগিয়েছে। কিন্তু এখনো নারী ও মেয়েদের প্রতি সহিংসতা নির্মূলে অনেক কাজ বাকি এবং আমরা এগুচ্ছি অনেক ধীরগতিতে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করার পাশাপাশি আমি আশা করি ডকুসিরিজটি আমাদের মনে করিয়ে দেবে যে নারীর প্রতি সহিংসতা নির্মূলে আমরা সকলেই দায়বদ্ধ।’
স্ক্রিনিংয়ের পর ‘বাংলাদেশি নারীদের রেসিলিয়েন্স ও শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইনভেস্ট ইন ওম্যান এক্সিলেরেন্ট প্রোগেস’ শিরোনামে একটি ফটো এক্সিবিশন উন্মুক্ত করা হয় ইএমকে সেন্টারে। দেশব্যাপী ইউএন উইমেনের কার্যক্রম থেকে তুলে আনা বিভিন্ন ছবি দিয়ে এক্সিবিশনটি কিউরেট করেছেন শিল্পী এবং ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট মনোন মুনতাকা, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
মন্তব্য করুন