কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

উগান্ডায় বন্দি কন্যাকে মুক্ত করতে জাতিসংঘে গেলেন ভারতীয় ধনকুবের

পঙ্কজ ওসওয়াল ও তার কন্যা বসুন্ধরা ওসওয়াল। ছবি : সংগৃহীত
পঙ্কজ ওসওয়াল ও তার কন্যা বসুন্ধরা ওসওয়াল। ছবি : সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত সুইস ধনকুবের পঙ্কজ ওসওয়াল তার বন্দি কন্যাকে মুক্ত করার উদ্দেশে উগান্ডার প্রেসিডেন্টের কাছে একটি খোলা চিঠি লিখেছেন এবং জাতিসংঘে আবেদন জানিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন, তার ২৬ বছর বয়সী মেয়ে বসুন্ধরা ওসওয়ালকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং তাকে অপমানজনক পরিস্থিতির মধ্যে রেখে জেরা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বসুন্ধরা আফ্রিকা-ভিত্তিক পিআরও ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক। বসুন্ধরা ওসওয়ালকে উগান্ডার ওসওয়ালের এক্সট্রা-নিউট্রাল অ্যালকোহল (ইএনএ) প্ল্যান্ট থেকে প্রায় ২০ জন সশস্ত্র লোক উঠিয়ে নিয়ে যায়।

গ্রেপ্তারের পূর্বে তারা কোনো ধরনের পরিচয় দেখায়নি। বসুন্ধরাকে একজন নিখোঁজ ব্যক্তির মামলায় আটক করা হয়েছে বলে অভিযোগ করেন বাবা ওসওয়াল। পঙ্কজ জানান, তার আইনজীবী এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না।

পঙ্কজ তার আপিলে উল্লেখ করেছেন, ১ অক্টোবর থেকে বসুন্ধরাকে উগান্ডার জেলে বন্দি করে রাখা হয়েছে। যদিও সংশ্লিষ্ট আদালত তাকে নিঃশর্ত মুক্তির নির্দেশ দিয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন তাকে জেলে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি দাবি করেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে এ হেনস্তা চলছে।

তিনি বলেন, আমার মেয়েকে আদালতে হাজির করা হয়নি। এটি একটি করপোরেট এবং রাজনৈতিক ষড়যন্ত্র। পঙ্কজ আরও জানান, বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগকারী এক সাবেক কর্মী, যিনি কোম্পানি থেকে মূল্যবান সামগ্রী চুরি করেছেন, তিনি এ ঘটনায় মূল ভূমিকা পালন করছেন।

বসুন্ধরার গায়িকা বোন রিদি ওসওয়াল ইনস্টাগ্রামে লিখেছেন, বসুন্ধরা একজন কাজপাগল মানুষ। ২০২১ সালে উগান্ডার লুওয়েরোতে ১১০ মিলিয়ন ডলারের ইএনএ প্ল্যান্ট তৈরি করেছিলেন।

বসুন্ধরার মা রাধিকা ওসওয়াল এই পরিস্থিতিতে ভেঙে পড়েছেন। তিনি বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমি শুধু চাই, সে নিরাপদে আমার কাছে ফিরে আসুক।

এভাবে, পঙ্কজ ওসওয়ালের মানবিক আবেদন আন্তর্জাতিক মহলে একটি স্পর্শকাতর পরিস্থিতি তৈরি করেছে, যা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

গরমের মধ্যে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু

জীবিত থাকতে নিজের কবরের জায়গা নির্ধারণ করা কি জায়েজ?

অনুশীলনে প্রতিদিন ১৫০ ছক্কা হাঁকানোর দাবি করা ক্রিকেটারের অবসর ঘোষণা

বিমানবন্দরে স্টাইলিশ লুকে দীপিকা, ভিডিওতে মুগ্ধ ভক্তরা

আফগানিস্তানে ভূমিকম্প : দুর্গম এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছানোই চ্যালেঞ্জ

কার্লসেনকে হারানো মুগ্ধ অর্থ সংকটে

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন রাজসাক্ষী মামুন

মাদ্রাসায় পড়ে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম শরীফ  

১০

দ্রুত বিচার শেষ করতে বাড়তে পারে ট্রাইব্যুনাল সংখ্যা : আসিফ নজরুল

১১

খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

১২

‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলছি, আরও অ্যাটাকিং চাচ্ছেন’

১৩

রণবীরের মুখটা ছিল একেবারে স্বাস্থ্যকর: ধনশ্রী বর্মা

১৪

স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত 

১৫

কোটি টাকা হাতিয়ে আত্মগোপন জনপ্রতিনিধি, জীবন দিলেন ব্যবসায়ী

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে ২ উপদেষ্টা

১৭

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

১৮

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জনযুদ্ধের’ জন্য প্রস্তুত ভেনেজুয়েলা, মাদুরোর হুঁশিয়ারি

১৯

নুরকে দেখতে হাসপাতালে শামা ওবায়েদ, চাইলেন সুষ্ঠু তদন্ত

২০
X