কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করেন উগান্ডার লোকজন

মেঝে ঝাড় দিচ্ছেন এক উগান্ডাবাসী। ছবি : সংগৃহীত
মেঝে ঝাড় দিচ্ছেন এক উগান্ডাবাসী। ছবি : সংগৃহীত

ধুলোয় একাকার মেঝে। এর মধ্যেই হামাগুড়ি দিচ্ছে শিশুরা। কোনো ঘরের মেঝে স্যাঁতসেঁতে। তাতে বাসা বেঁধেছে নানা ধরনের কীট। এমন অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করেন উগান্ডার লোকজন।

উগান্ডার বাসিন্দারা মনে করেন, এই মেঝে তাদের সব রোগের কারণ। স্বপ্ন দেখেন কংক্রিট দিয়ে মেঝে তৈরি করবেন তারা। কিন্তু বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি গ্রামীণ এলাকায় বসবাসকারী হিসেবে কংক্রিট দিয়ে মেঝে তৈরি করা অনেকের পক্ষে একেবারেই অসম্ভব।

এমন এক বাসিন্দা সাইমন তিগাওয়ালানা। তিনি বছরের পর বছর ধরে তার বাড়ির মাটির মেঝের উন্নতির স্বপ্ন দেখতেন। কারণ তিনিও এটিকে তার পরিবারের অসুস্থতার জন্য দায়ী মনে করতেন। তবে অর্থের অভাবে তার স্বপ্ন অধরাই ছিল।

তখন আর্থএনেবল নামে একটি কোম্পানি তার কাছে এসে বিকল্প প্রস্তাব দেয়। তারা বলে, কংক্রিটের তুলনায় অর্ধেকেরও কম খরচে টেকসই এবং সিল করা মেঝে বানানো যায়। আর সেটি তৈরিতে ব্যবহৃত হবে কাদামাটি। তিগাওয়ালানা প্রথমে আমলে না নিলেও এখন তার দুটি কক্ষে এই নতুন মেঝে এবং শিগগিরই শেষ কক্ষটিতেও তা নির্মাণ করার আশা করছেন।

৫৬ বছর বয়সী ১৬ সন্তানের পিতা তিগাওয়ালানা বলেন, আমি খুশি যে আমাদের এখন একটি শালীন বাড়ি আছে এবং আমরা আরামদায়কভাবে অতিথিদের আপ্যায়ন করতে পারি। যখন থেকে আমরা কাদামাটির তৈরি বিশেষ মেঝে পেয়েছি, তখন থেকে আমার বাচ্চারা আর সেই কাশি ও ফ্লুতে ভোগে না। মাটির মেঝে ঝাড়ু দেওয়ার সময় ধুলোর কারণে সেসব রোগ হতো।

আর্থএনেবল আফ্রিকাজুড়ে বাসস্থানের উন্নতির লক্ষ্যে কাজ করছে। ২০১৭ সাল থেকে উগান্ডায় এই মাটি-ভিত্তিক মেঝে প্রচার ও স্থাপন করে আসছে। এ মেঝে শ্বাসকষ্টের জন্য দায়ী ধুলো দূর করার পাশাপাশি মেঝেগুলো জিগার্স (এক ধরনের পরজীবী মাছি যা ত্বকে প্রবেশ করে ব্যথা, চুলকানি ও সংক্রমণ সৃষ্টি করে) আক্রমণ কমাতে সাহায্য করে। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুকনো মাটির মেঝের কারণে দুর্বল স্বাস্থ্যবিধি এই ধরনের আক্রমণে অবদান রাখে।

আর্থএনেবলের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক নোলিন মুতেসি বলেন, আমাদের মেঝে প্যাথোজেন এবং ধুলোর মেঝের সাথে সম্পর্কিত অন্যান্য অসুস্থতা প্রতিরোধে সাহায্য করে। কারণ, এই পরিবারগুলোর বেশিরভাগই হাসপাতালের খরচ বহন করতে পারে না।

বুদিমা গ্রামে রেহেমা নামুকোসে তার পরিবারের সঞ্চয়ের বেশিরভাগ খরচ করে একটি বাড়ি তৈরি করেছিলেন। তিনি একটি পরিষ্কার মেঝের জন্য বাড়তি খরচ করতে পারেননি। পরে তিনি আর্থএনেবলের খোঁজ পান। সংস্থাটির মাধ্যমে কাদামাটির বিশেষ মেঝে তৈরি করেন। তিনি মনে করেন, নতুন মেঝের জন্য তার অসুস্থ মেয়ের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বলেন, এটি আমার পরিবারের জন্য সাশ্রয়ী এবং আমাদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাহায্য করবে। আমরা এখন আরও ভালো জীবনযাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

নিশীথে মস্তিষ্কের পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্যে তার অমূল্য অবদান

নদীর পাড়ে পাওয়া অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলছিল শিশু

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

মায়ের সামনেই দেহ থেকে শিশুর মাথা আলাদা করে ফেললেন যুবক

ড. ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন ট্রাম্প ও তার স্ত্রী

চাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন সাবেক বাঁহাতি স্পিনার

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১৪ 

এবার ব্রিকস জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

১০

পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনলেন তামিম

১১

পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর

১৩

সততাই সাংবাদিকতার মূলমন্ত্র : কাদের গনি চৌধুরী

১৪

টানা দ্বিতীয় দিনে বন্ধ রাজশাহী-ঢাকা বাস চলাচল

১৫

জাপানের শপিংমল-বিমানবন্দরে নামাজের বিশেষ কক্ষ, সুবিধা পাচ্ছেন পর্যটকরা

১৬

কারও কারও মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে : সাইফুল হক 

১৭

সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন নেইমার

১৮

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোর সামগ্রিক উন্নয়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিং

১৯

জায়নামাজে কাবাঘরের ছবি থাকলে সেখানে পা লাগলে কি গোনাহ হবে?

২০
X