কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক বাস চলবে উগান্ডার রাস্তায়

উগান্ডার রাস্তায় চলছে ইলেকট্রিক বাস। ছবি : সংগৃহীত
উগান্ডার রাস্তায় চলছে ইলেকট্রিক বাস। ছবি : সংগৃহীত

গণপরিবহন আধুনিকায়ন শুরু করেছে উগান্ডা। দেশটিতে পুরোনো সব বাস সরিয়ে চালু করা হচ্ছে অত্যাধুনিক ইলেকট্রিক বাস। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে উগান্ডার সব অঞ্চলের গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হবে। চলবে না কালো ধোঁয়া সৃষ্টিকারী তেল-গ্যাসচালিত বাস।

দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি মন্ত্রণালয় গণপরিবহন আধুনিকায়নের একটি লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে উগান্ডার সমগ্র গণপরিবহন ব্যবস্থাকে বিদ্যুৎচালিত করা হবে। দেশের সব সড়কে চলবে ইলেকট্রিক বাস।

এটি জাতীয় ই-মোবিলিটি পরিকল্পনার অংশ। যার বাস্তবায়ন গত বছর শুরু হয়েছিল। এ পরিকল্পনা বাস্তবায়নে একটি বিশার কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। যেটি সফল হলে বদলে যাবে উগান্ডার যাতায়াত ব্যবস্থা। উন্নত হবে বায়ুমানের।

পরিকল্পনা মতে, বাস, গাড়ি এবং মোটরসাইকেলসহ স্থানীয়ভাবে বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি করা হবে। আমদানি উৎসাহিত করতে তা শুল্কমুক্ত রাখা হয়েছে। এর মাধ্যমে দ্রুত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি মালিকানাধীন কোম্পানি কিরা মোটরস করপোরেশন বৈদ্যুতিক বাস এবং গাড়ি উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে মন্ত্রণালয় জেম্বো, স্পিরো, কারা এবং গোগোর মতো কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল কোম্পানিকে প্রণোদনা দিচ্ছে। এরপরও মন্ত্রণালয় সরকারকে ই-মোবিলিটি শিল্পে তহবিল বাড়ানোর জন্য অনুরোধ করেছে। যাতে বেসরকারি প্রতিষ্ঠান ইলেকট্রিক বাস রাস্তায় নামাতে আগ্রহী হয়।

আফ্রিকার অন্যতম দূষিত শহর উগান্ডার রাজধানী কাম্পালা৷ এ অবস্থার উত্তরণের উপায় খুঁজছে সরকার। এ ছাড়া দেশটিতে গণপরিবহন উন্নত করার মাধ্যমে জীবনমানের উন্নতির লক্ষ্যমাত্রাও হাতে নেওয়া হয়েছে। ইলেকট্রিক বাস চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যাত্রাও অনেকটা নিরাপদ হবে।

অটো সেফটি উগান্ডা প্রোগ্রামের কর্মকর্তা মাইকেল ওয়ানিয়ামা বলেন, সরকার নীতি ও নিয়মকানুন তৈরিতে সময় দিচ্ছে৷ মানুষকে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক বাহন কিনতে আগ্রহী করতে সরকার হয়তো সরাসরি প্রণোদনার ব্যবস্থা চালু করতে পারে৷ এ ছাড়া প্রযুক্তি নিয়ে গবেষণা করা সংস্থা হিসেবে আমরা কিছু যানকে ইলেকট্রিক বাহনে রূপান্তরের কাজ করছি৷ এভাবেও দ্রুত উগান্ডা অত্যাধুনিক গণপরিবহনের যুগে প্রবেশ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

১১

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১২

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

১৩

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

১৪

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

১৫

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

১৬

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

১৭

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

১৮

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

১৯

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

২০
X