বৈশ্বিক বিনিয়োগকারীদের উগান্ডার ক্রমবর্ধমান সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রব্বিনাহ নাব্বানজা।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) লন্ডনের মার্লবোরো হাউস, পল মলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ইনভেস্টর রাউন্ডটেবিল বৈঠকে এ আহ্বান জানান তিনি।
এই অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যে উগান্ডার হাইকমিশন, যার নেতৃত্বে রয়েছেন হাইকমিশনার হের এক্সেলেন্সি নিমিশা জয়ন্ত মাধভানি এবং ইস্টার্ন আফ্রিকা অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বহু ব্যবসায়ী গোষ্ঠী, বিনিয়োগকারী ও কূটনীতিকরা অংশ নেন। আলোচনায় উগান্ডার কৃষি ব্যবসা, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ইনোভেশনের মতো খাতগুলোতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী নাব্বানজা উগান্ডার স্থিতিশীলতা, তরুণ জনশক্তি এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের ওপর গুরুত্ব দিয়ে দেশটিকে ‘পূর্ব আফ্রিকার সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেন।
আলোচনা পরিচালনা করেন লর্ড ভ্যালেন্টাইন সেসিল, ইস্টার্ন আফ্রিকা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাটো মিল্কের ভাইস চেয়ারম্যান আনন্দ কাপুর, বাংলাদেশি গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্টের মিসবাহ চৌধুরী ও ইউকে-ইউরোপ ট্রেড ও ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের জন পিয়াস।
হাইকমিশনার নিমিশা মাধভানি স্বাগত বক্তব্যে উগান্ডার দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও বাণিজ্য সম্প্রসারণে অঙ্গীকারের কথা তুলে ধরেন। উগান্ডা হাইকমিশন লন্ডনের কাউন্সেলর মিরিয়াম ফেওনা ওতেনগোর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন