কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে, পেছাচ্ছে নির্বাচন

মিয়ানমারে বিভিন্ন অঞ্চলে সহিংসতা। ছবি : সংগৃহীত
মিয়ানমারে বিভিন্ন অঞ্চলে সহিংসতা। ছবি : সংগৃহীত

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছে জান্তা সরকার। এর ফলে দেশটিতে আসন্ন আগস্ট মাসের নির্বাচন আরও পেছাচ্ছে। দেশজুড়ে সহিংসতার কারণেই এ নির্বাচন পেছানো হচ্ছে। এর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে জান্তা। খবর আলজাজিরার।

সোমবার (৩১ জুলাই) মিয়ানমারের জান্তা রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

জান্তা জানায়, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা দরকার। পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য অনুকূলে আসেনি। এ জন্য জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হলো।

জান্তার এমন ঘোষণা মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর নির্বাচন অনুষ্ঠানের মতো সক্ষমতা নেই এবং তারা বিরোধীদের তাদের অধীনে আনতে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। এ ছাড়া অহিংস প্রতিবাদ ও আইন অমান্যকারীদের নিয়ন্ত্রণে জান্তার চ্যালেঞ্জ বাড়ছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে সেনাবাহিনী তৎকালীন মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশন্যাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা অং সান সু চিসহ শীর্ষ কর্মকর্তাদের আটক করে। সেনাবাহিনীর অভিযোগ, ২০২০ সালের নভেম্বরে নির্বাচনে জালিয়াতির মাধ্যমে এনএলডি ক্ষমতায় এসেছে। এর ফলে পাঁচ দশক ধরে চলমান সামরিক শাসন থেকে গণতান্ত্রিক সরকারের দিকে অগ্রযাত্রা আবার ব্যাহত হয়।

দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ২০২৩ সালে নির্বাচনের ঘোষণা দেয়। তবে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার জারির কারণে এ সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না। ফলে নির্বাচন আরও পেছাচ্ছে। দেশটিতে এ পর্যন্ত চারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

সেনাপ্রধান মিন অং হ্লেইং রোববার এক মিটিংয়ে জানান, সাগাইং, মাগওয়ে বাগো, তানিনথারি, কারান, কায়াহ ও চিন রাজ্যে চলমান সহিংসতার মধ্যে নির্বাচন সম্ভব নয়। এ জন্য জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হলো।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির সম্প্রচারিত প্রতিবেদন অনুসারে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) জানিয়েছে, সহিংসতার মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না। এ জন্য আমাদের আইনগত কাঠামো প্রস্তুতির জন্য চলমান প্রক্রিয়ার মাধ্যমে আরও কিছুদিন চলতে হবে। এ সময় নির্বাচনের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি : মির্জা ফখরুল

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

১০

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

১১

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

১২

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

১৩

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

১৪

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

১৫

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

১৬

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১৭

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১৮

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১৯

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

২০
X