কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে, পেছাচ্ছে নির্বাচন

মিয়ানমারে বিভিন্ন অঞ্চলে সহিংসতা। ছবি : সংগৃহীত
মিয়ানমারে বিভিন্ন অঞ্চলে সহিংসতা। ছবি : সংগৃহীত

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছে জান্তা সরকার। এর ফলে দেশটিতে আসন্ন আগস্ট মাসের নির্বাচন আরও পেছাচ্ছে। দেশজুড়ে সহিংসতার কারণেই এ নির্বাচন পেছানো হচ্ছে। এর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে জান্তা। খবর আলজাজিরার।

সোমবার (৩১ জুলাই) মিয়ানমারের জান্তা রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

জান্তা জানায়, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা দরকার। পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য অনুকূলে আসেনি। এ জন্য জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হলো।

জান্তার এমন ঘোষণা মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর নির্বাচন অনুষ্ঠানের মতো সক্ষমতা নেই এবং তারা বিরোধীদের তাদের অধীনে আনতে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। এ ছাড়া অহিংস প্রতিবাদ ও আইন অমান্যকারীদের নিয়ন্ত্রণে জান্তার চ্যালেঞ্জ বাড়ছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে সেনাবাহিনী তৎকালীন মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশন্যাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা অং সান সু চিসহ শীর্ষ কর্মকর্তাদের আটক করে। সেনাবাহিনীর অভিযোগ, ২০২০ সালের নভেম্বরে নির্বাচনে জালিয়াতির মাধ্যমে এনএলডি ক্ষমতায় এসেছে। এর ফলে পাঁচ দশক ধরে চলমান সামরিক শাসন থেকে গণতান্ত্রিক সরকারের দিকে অগ্রযাত্রা আবার ব্যাহত হয়।

দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ২০২৩ সালে নির্বাচনের ঘোষণা দেয়। তবে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার জারির কারণে এ সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না। ফলে নির্বাচন আরও পেছাচ্ছে। দেশটিতে এ পর্যন্ত চারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

সেনাপ্রধান মিন অং হ্লেইং রোববার এক মিটিংয়ে জানান, সাগাইং, মাগওয়ে বাগো, তানিনথারি, কারান, কায়াহ ও চিন রাজ্যে চলমান সহিংসতার মধ্যে নির্বাচন সম্ভব নয়। এ জন্য জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হলো।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির সম্প্রচারিত প্রতিবেদন অনুসারে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) জানিয়েছে, সহিংসতার মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না। এ জন্য আমাদের আইনগত কাঠামো প্রস্তুতির জন্য চলমান প্রক্রিয়ার মাধ্যমে আরও কিছুদিন চলতে হবে। এ সময় নির্বাচনের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি প্রার্থীদের দেহরক্ষী নিয়োজিত থাকবেন যত দিন, যোগ্যতা কী

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

মাদকের টাকা নিয়ে বিরোধ, বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

এবার চবির জিরো পয়েন্টে তালা

তাসকিন-নাহিদদের বুমরা-আফ্রিদির কাতারেই দেখেন শোয়েব আখতার

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের

‘বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানিরা যুক্ত ছিল না’, ববি শিক্ষকের বক্তব্য ভাইরাল

পঞ্চগড়-১ আসনে মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

বিজয় দিবসে ফেলানীর নামে সড়কের নামফলক উন্মোচন 

১০

হাদিকে গুলি : সীমান্তে মানুষ পার করা ফিলিপের ২ সহযোগী আটক

১১

আ.লীগের পক্ষে চিকা মারার সময় ৩ জনকে পিটুনি

১২

ক্যানসার বিশেষজ্ঞ হতে চান মেডিকেলে দেশসেরা শান্ত

১৩

আড়াইহাজারে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি এডিট করা

১৪

এজলাসে বিচারককে যা বললেন আনিস আলমগীর

১৫

আ.লীগ নেতা জেলে, ঝুলে আছে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণ

১৬

সোনারগাঁও ইউনিভার্সিটি / ভর্তি মেলায় থাকছে শতভাগ পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ ও বিশেষ ছাড়

১৭

নরসিংদীতে তোপের মুখে পরী মণি

১৮

রাজনীতিক ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

১৯

চবিতে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগান

২০
X