মালয়েশিয়ায় শাহ আলম জালান কেবুনে অভিযান চালিয়ে চার এজেন্টসহ মোট ৫৯ বিদেশিকে আটক করা হয়েছে। শাহ আলম জেলা পুলিশের প্রধান এসিপি মোহম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, বুকিত আমান অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সন অ্যান্ড মাইগ্র্যান্ট স্মাগলিং ডিভিশন একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অভিযান চালায়।
তিনি গণমাধমে এক বিবৃতিতে বলেন, এই অভিযানে ১২ জন মহিলা, পাঁচজন বাংলাদেশি ও ২০ থেকে ৫৬ বছর বয়সী একজন মিয়ানমারের পুরুষসহ ৫৩ জন ইন্দোনেশিয়ান নাগরিককে গ্রেপ্তার করে। এছাড়াও চারজন ইন্দোনেশিয়ান এজেন্টকে গ্রেপ্তার করে।
মোহাম্মদ ইকবাল বলেন, সন্দেহভাজন ৫৫ জনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং চারজন এজেন্টকে ২৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মানব পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইনের ২৬ এ ধারার পাশাপাশি অভিবাসন আইনের ১ (c) এবং ১৫(১)(c) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন