জার্মানির মাইনস শহরের পাশেই বানিজ্যিক নগরী ফ্রাঙ্কফুর্টে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ২০২৩। জার্মান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজনের ৭৫তম মেলা এটি। মেলা ১৮ অক্টোবর শুরু হয়ে চলবে ২২শে অক্টোবর পর্যন্ত।
কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক, প্রকাশক ও বিক্রেতাসহ লাখো বই পাগল মানুষের মিলন মেলা হবে এই মেলা প্রাঙ্গণে। জার্মান সংস্কৃতিমন্ত্রী মেলা উদ্বোধন করার কথা রয়েছে।
মেলার নিয়ম অনুযায়ী প্রতি বছর একটি দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এবারের অতিথি দেশ ভলকানের স্লোভানিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দেশটির সরকার প্রধান। আর বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
যুদ্ধ বিধ্বস্থ দেশ ইউক্রেনকে আয়োজকদের পক্ষ থেকে ৯ মিলিয়ন ইউরো সাহায্য দেওয়া হবে দেশটির কালচার মিনিস্টারীকে।
ধারণা করা হচ্ছে, শত দেশের হাজারও প্রকাশকদের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি স্টল ও ব্যক্তিগতভাবে আগামী প্রকাশনাসহ আরও প্রকাশকরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, বিশ্ববিখ্যাত এই বইমেলায় কোন বই বিক্রি হয় না। শুধু বানিজ্যিক, সভা, সেমিনার ও প্রদর্শনী। মেলার শেষ দিনে পুরানো বই বাইরে বিক্রি হয়। তাই এখানে সংস্কৃতি মন্ত্রণালয় ছাড়াও আসা উচিত প্রকাশকদের। কারণ এখান থেকে বিভিন্ন দেশের অনেক নামী দামী প্রকাশকদের সাব কন্ট্রাক্ট পেতে পারে। এছাড়া এই মেলায় প্রতিবছর তৃতীয় বিশ্বের একটি দেশের একজন প্রকাশককে বিনা মূল্যে স্টল ও ফ্রাঙ্কফুর্টে আসা-যাওয়ার খরচ ও হোটেলের ব্যবস্থা করা হয়। বিশেষ করে নারী প্রকাশক ও নতুন প্রকাশকদের এই সুযোগ দেওয়া হয়। বাংলাদেশের প্রকাশকদেরও এই সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
রীতি অনুযায়ী মেলায় দিনে একজন লেখককে শান্তি পুরস্কার দেওয়া হয়। শহরের পল গীর্জায় দেওয়া হবে এই পুরুস্কার। এবার এই পুরস্কার পাচ্ছেন বিতর্কিত ইরানী লেখক সালমান রুশদী।
মেলায় টিকিট কেটে প্রবেশ করতে হয়। অনলাইনে আগেই টিকেট কেটে নেওয়া যাবে। তবে শেষদিন যারা ব্যতিক্রমধর্মী সাজে আসবে তারা বিনা টিকিটে প্রবেশ করতে পারেন।
মেলায় এবারের প্রবেশ মূল্য, একদিনের জন্য ২৫ থেকে ২০ ইউরো, চার দিনের জন্য ১৫৬ ইউরো, শিশুদের ১৫ ইউরো, ব্যবসায়ী ৮৪ ইউরো, পরিবার ৫৩ ইউরো।
মন্তব্য করুন