কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক দেশে টিকটক নিষিদ্ধ

আলবেনিয়ার অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
আলবেনিয়ার অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

আলবেনিয়া টিকটককে এক বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়, যখন দেশে শিশুদের ওপর সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, টিকটক নিষেধাজ্ঞার মূল কারণ হলো গত মাসে একটি ট্র্যাজিক ঘটনা, যেখানে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়। ওই ছাত্রের মৃত্যুর ঘটনা সামাজিক মিডিয়ায় তর্ক-বিতর্কের পরিসরে ঘটেছিল, যা দেশটির সরকারের কাছে একটি বড় উদ্বেগ সৃষ্টি করেছে। এই নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, এই পদক্ষেপটি বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে নেওয়া হয়েছে। রামা আরও জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে যুবসমাজের মধ্যে সহিংসতা এবং ঝুঁকি কমানো যায়। তিনি আরও বলেন, আমরা এক বছরের জন্য টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।

দেশটির সরকার জানিয়েছে, টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যম যুবকদের মধ্যে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে আলবেনিয়ার সরকার মনে করছে, সামাজিকমাধ্যমের প্রভাব নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা কঠিন হবে।

আলবেনিয়ার অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা সামাজিক মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বিশ্বের অন্যান্য দেশেও সামাজিক মিডিয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। এর আগেও অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে।

এ বিষয়ে টিকটক কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশের সরকার এর আগে জানিয়েছিল, সামাজিক মাধ্যমের মাধ্যমে সহিংসতা এবং সহপাঠীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়ছে, যা সরকারের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এর আগেও টিকটক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। দেশগুলোর নিরাপত্তা, গোপনীয়তা এবং সামাজিক প্রভাবের কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট বছরেও হয়নি শিশু হাসপাতাল নির্মাণের অর্ধেক কাজ

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

১০

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

১১

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

১২

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১৩

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

১৪

ঘুষের অভিযোগ / দুদকের শুনানিতে বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

১৫

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

১৬

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

১৭

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

১৮

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

১৯

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

২০
X