কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক দেশে টিকটক নিষিদ্ধ

আলবেনিয়ার অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
আলবেনিয়ার অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

আলবেনিয়া টিকটককে এক বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়, যখন দেশে শিশুদের ওপর সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, টিকটক নিষেধাজ্ঞার মূল কারণ হলো গত মাসে একটি ট্র্যাজিক ঘটনা, যেখানে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়। ওই ছাত্রের মৃত্যুর ঘটনা সামাজিক মিডিয়ায় তর্ক-বিতর্কের পরিসরে ঘটেছিল, যা দেশটির সরকারের কাছে একটি বড় উদ্বেগ সৃষ্টি করেছে। এই নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, এই পদক্ষেপটি বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে নেওয়া হয়েছে। রামা আরও জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে যুবসমাজের মধ্যে সহিংসতা এবং ঝুঁকি কমানো যায়। তিনি আরও বলেন, আমরা এক বছরের জন্য টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।

দেশটির সরকার জানিয়েছে, টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যম যুবকদের মধ্যে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে আলবেনিয়ার সরকার মনে করছে, সামাজিকমাধ্যমের প্রভাব নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা কঠিন হবে।

আলবেনিয়ার অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা সামাজিক মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বিশ্বের অন্যান্য দেশেও সামাজিক মিডিয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। এর আগেও অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে।

এ বিষয়ে টিকটক কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশের সরকার এর আগে জানিয়েছিল, সামাজিক মাধ্যমের মাধ্যমে সহিংসতা এবং সহপাঠীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়ছে, যা সরকারের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এর আগেও টিকটক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। দেশগুলোর নিরাপত্তা, গোপনীয়তা এবং সামাজিক প্রভাবের কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

১৫ দিন পর দাদির জিম্মায় ঘরে ফিরল শিশু আয়েশা

১০

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

১১

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

১২

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

১৩

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

১৪

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

১৫

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, হাসিনা-জয়ের অব্যাহতি চায় পিবিআই

১৬

পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, ১০ জনের যাবজ্জীবন

১৭

পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহার কতটা নিরাপদ? জানুন

১৮

যে জায়গায় কখনোই স্মার্টফোন চার্জ দেওয়া উচিত নয়

১৯

নালায় মিলল বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ

২০
X