উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেন সংকট মোকাবিলায় মস্কোর পদক্ষেপের প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন কিম। বৈঠকটি গত ১২ জুলাই উত্তর কোরিয়ার উপকূলীয় শহর উনসানে অনুষ্ঠিত হয়। খবর তাস নিউজ এজেন্সির।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) এবং রাশিয়ার মধ্যে রাষ্ট্রীয় চুক্তির চেতনায় কিম জং উন আবারও জানান, ইউক্রেন সংকটের মূলগত সমাধানে রুশ নেতৃত্বের গৃহীত সব পদক্ষেপকে উত্তর কোরিয়া নিঃশর্তভাবে সমর্থন করবে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া চীনের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গেও কৌশলগত মিত্রতা জোরদারে আগ্রহ দেখাচ্ছে।
মন্তব্য করুন