কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক রুশ যুদ্ধবিমান কারখানায় কিম জং উন

দোভাষীর মাধ্যমে এক রুশ পাইলট কিম জং উনকে যুদ্ধবিমানের বিভিন্ন দিক ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। ছবি : সংগৃহীত
দোভাষীর মাধ্যমে এক রুশ পাইলট কিম জং উনকে যুদ্ধবিমানের বিভিন্ন দিক ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। ছবি : সংগৃহীত

রাশিয়া সফরের অংশ হিসেবে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কমসোমলস্ক-অন-আমুর স্টেশনে লাল গালিচা সংবর্ধনার পর কমসোমলস্ক যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেন তিনি। খবর আলজাজিরা।

এ কমসোমলস্ক কারখানায় এসইউ-৩৫, এসইউ-৫৭ মতো রাশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলো নির্মাণ করা হয়।

কারখানা পরিদর্শনের সময় এসইউ-৩৫ মডেলের একটি যুদ্ধাবিমানে চড়ে দেখেন কিম। এ সময় দোভাষীর মাধ্যমে এক রুশ পাইলট তাকে যুদ্ধবিমানের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

কমসোমলস্ক যুদ্ধবিমান কারখানা পরিদর্শন শেষে উত্তরের নেতা কিমের ভ্লাদিভোস্টক শহরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি রাশিয়ান নৌবাহিনীর প্যাসিফিক নৌবহর পরিদর্শন করবেন।

পশ্চিমাদের সতর্কবার্তা সত্ত্বেও গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের মাধ্যমে এবারের রাশিয়া সফর শুরু করেন কিম। এর আগে উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম।

মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। এমনকি গতকাল সোমবারও রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

‘মব ভায়োলেন্স’ নিয়ে সতর্ক করলেন মির্জা ফখরুল

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ

মুরগি চুরি নিয়ে বিরোধের ৯ দিন পর আরও এক স্কুলছাত্রের মৃত্যু

ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল

একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় মামলা

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

১০

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১১

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

১২

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

১৩

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

১৪

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

১৫

ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৬ জনের

১৬

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১৭

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

১৮

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১৯

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

২০
X