সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের মুখোমুখি আরেক ইউরোপীয় দেশ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনের পর দিন ধরে ফিলিস্তিনের গাজায় অমানবিক অত্যাচার চালিয়ে আসছে ইসরায়েল। তবে কখনই এটি স্বীকার করে না দেশটি। বরং সন্ত্রাসবাদের ধুয়া তুলে প্রায়ই নিরপরাধ ফিলিস্তিনি হত্যায় মেতে ওঠে তেল আবিব। এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে যখন যে দেশ, যে ব্যক্তি গলার স্বর উঁচু করেছেন, তাকেই শত্রু জ্ঞান করেছে ইসরায়েল। তেল আবিব সফররত স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এমনটিই ঘটেছে এবার।

গাজা উপত্যকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে মন্তব্য করায় স্পেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার ইসরায়েল সফরে আসেন। সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক শেষে গাজার হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। আর তাতেই নাখোশ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

পেদ্রো সানচেজ বলেন, ইসরায়েলি হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয়েছেন, সেটি মানা যায় না। হামাসের হামলার জবাবে কয়েক হাজার শিশুসহ নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু হতে পারে না। এটি অবশ্যই নিন্দনীয়। ইসরায়েলকে এই হত্যাকাণ্ড থামাতে হবে। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দিন ইসরায়েলে গিয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজাণ্ডার ডি ক্রো। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনিও।

দুই দেশের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনও। তিনি দাবি করেছেন, স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছেন এবং ‘সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন।’ স্পেন ও বেলজিয়ামের রাষ্ট্রদূতদের ডেকে তীব্র নিন্দা জানানোর হুমকিও দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর ও নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার প্রায় ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

স্পেনের প্রধানমন্ত্রীর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছিলেন, গাজায় ইসরায়েলের হামলায় অনেক বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তবে তার বক্তব্যে ইসরায়েলকে নিন্দা জানিয়ে কোনো ধরনের বিবৃতি ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১০

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১১

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১২

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৩

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৫

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৬

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১৭

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৮

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১৯

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২০
X