

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা ঠেকাতে ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এনসিপি নেতা আসিফ মাহমুদ ও তার অনুসারীরা।
স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের অভিযোগ, উপরোক্ত দুজনের পরামর্শে এবং নির্দেশে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করতে ঢাকায় অবস্থান করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল।
মূলত ভোটের পরিবেশকে অশান্ত করতে ইন্ধনদাতারা বিএনপির প্রার্থী কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাদের এই নতুন ষড়যন্ত্রের কারণে মুরাদনগরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, মুরাদনগরে শান্ত পরিবেশ থাকলেও গতকাল মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন শুরু হয় যে কায়কোবাদের বিরুদ্ধে রিট করার প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। এরপরই সাধারণ ভোটারদের মাঝে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন অতীতে কায়কোবাদের কাছে বারবার পরাজিত হয়েছেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমদিকে মুরাদনগরে নির্বাচন করার কথা ভাবলেও পরবর্তীতে সেখানে রাজনীতি ও নির্বাচন করার স্বপ্ন পরিত্যাগ করেন। এখন তারা দুজনই কায়কোবাদকে ঠেকাতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ব্যবহার করছেন।
মন্তব্য করুন