ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকশয়োনভকে ইউক্রেনীয় গুপ্তচরের হত্যাচেষ্টা থেকে বাঁচানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফবিএস) এক বিবৃতিতে সোমবার জানায়, তারা ইউক্রেনীয় এসবিইউ ইন্টেলিজেন্স এজেন্সি থেকে নিয়োগপ্রাপ্ত এক রাশিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউক্রেনে বিস্ফোরক, উদ্ধার অভিযান ও গুপ্তহত্যাবিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। রাশিয়ানদের এই অভিযোগ নিয়ে এখনো ইউক্রেন কিছুই বলেনি। খবর আলজাজিরার।
কৃষ্ণসাগরের পাশের দেশ ক্রিমিয়ায় নিরাপত্তারক্ষীদের তৎপরতার কথা সর্বপ্রথম প্রকাশ করে রাশিয়ান গণমাধ্যম। যারাই রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে ব্রিজ পার হয়ে যেতে চায় তাদেরই কঠোর নিরাপত্তা তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে।
নাম প্রকাশ না করলেও রাশিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বয়স ত্রিশের উপরে। তিনি জুন মাসে ক্রিমিয়ায় এসেছিলেন। তাকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সন্দেহে এবং অবৈধভাবে বিস্ফোরক রাখার অভিযোগে আটক করা হয়।
আকশয়োনভ রিপাবলিক অব ক্রিমিয়ার নেতৃত্বের ওপর এ হামলা থেকে বাঁচানোর জন্য এফএসবিকে ধন্যবাদ জানান। এ সময় তিনি যারা এ হামলা পরিকল্পনা করেছিল অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ক্রিমিয়ার দক্ষিণের যে অংশ দখলের দাবি করেছিল সে অংশসহ সম্পূর্ণ ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে ইউক্রেন।
কিয়েভ বারংবার বলে আসছে ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের না সরালে তারা কোনোভাবেই শান্তি আলোচনায় বসবে না।
এর আগে সোমবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, প্রতি হামলার পর তারা রাশিয়ার সৈন্যদের দখলকৃত ৩৭ দশমিক ৪ বর্গকিলোমিটার জায়গার নিয়ন্ত্রণ করেছে।
উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, বাখমুতের দিকে সৈন্যরা এগোচ্ছে। রাশিয়ান সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের লিমান, আভদিভকা ও মারিনকায় হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন