

এক আসরে চার হাজার তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতের রাজস্থানে। হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের যুগলই বিয়ের পিঁড়িতে বসে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ‘শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থান’ নামের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই বিয়ের আয়োজন করে। তাদের আয়োজনে এই গণবিয়েতে ইচ্ছা প্রকাশ করেন ২১৪৩ যুগল।
অতএব মোট ৪ হাজার ২৮৬ তরুণ-তরুণী বিয়ের জন্য নাম লেখান। তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের যুগল ছিলেন। নির্দিষ্ট দিনে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়। প্রত্যেক সম্প্রদায়ের নির্দিষ্ট নিয়ম মেনে বিয়ের এই আয়োজন করা হয়। ৬ ঘণ্টা ধরে চলে বিয়ের অনুষ্ঠান।
২৬ মে রাজস্থানের বারান জেলায় গণবিয়ের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি।
গণবিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও মন্ত্রী প্রমোদ জৈন ভায়া।
মন্তব্য করুন