ভারতের রাজস্থানের জয়পুর পৌরসভার মেয়র মুনেশ গুর্জারকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। গতকাল শনিবার (৫ আগস্ট) জমির লিজ পাইয়ে দিতে ঘুষ নেওয়ার সময় তার স্বামী সুশীল গুর্জার হাতেনাতে গ্রেপ্তারের ওই দিন রাতেই তাকে বরখাস্ত করা হলো। আজ রোববার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজ্য সরকারের আদেশে বলা হয়, এক ব্যক্তিকে জমির লিজ পাইয়ে দিতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় বাসা থেকে সুশীল গুর্জারকে হাতেনাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন সংস্থা এসিবি। এ সময় মেয়র বাড়িতেই ছিলেন। অভিযানে এসিবি ৪০ লাখ টাকা নগদ উদ্ধার করে। এ ঘটনায় মেয়র জড়িত আছেন বলেই প্রতীয়মান হয় এবং তিনি তদন্তকাজ প্রভাবিত করতে পারেন। এ জন্য তাকে মেয়রের পাশাপাশি জয়পুরের হেরিটেজ করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড থেকে বরখাস্ত করা হলো।
এ ছাড়া অভিযানে সুশীল গুর্জার ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসিবি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে এবং অধিকতর তদন্ত চলছে।
আরও পড়ুন : ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত
এর আগে সুশীল গুর্জার সহযোগী নারায়ণ সিং ও অনিল দুবের মাধ্যমে পৌরসভার একটি প্লটের ইজারা পাইয়ে দিতে ২ লাখ টাকা দাবি করছেন, এমন অভিযোগে এক ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন। তার এই অভিযোগের ভিত্তিকে ফাঁদ পেতে সুশীল গুর্জারকে গ্রেপ্তার করেন এসিবি কর্মকর্তারা।
এসিবির তল্লাশিকালে সুশীল গুর্জারের বাড়ি থেকে ৪০ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। আর নারায়ণ সিংয়ের বাড়ি থেকে ৮ লাখ টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুজনের বাড়ি থেকেই টাকা গোনার একটি করে মেশিন উদ্ধার করেছেন কর্মকর্তারা।
মন্তব্য করুন