কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতশাসিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় নিহত ৭

ভারতীয় পুলিশের টহল। ছবি : সংগৃহীত
ভারতীয় পুলিশের টহল। ছবি : সংগৃহীত

ভারতশাসিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। কৌশলগত একটি টানেল প্রজেক্টে এ হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার একটি সরকারি সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণ প্রকল্পে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ছয়জন নির্মাণ শ্রমিক ও একজন চিকিৎসক নিহত হন।

সোমবার ভারতীয় পুলিশ এ ঘটনায় স্থানীয় বিদ্রোহীদের অভিযুক্ত এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। সোনামার্গের রিসোর্ট শহরের কাছে গগনগিরে নির্মাণ শ্রমিকদের একটি ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে কমপক্ষে দুজন হামলাকারী নির্মাণ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তা ও শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে আরও পাঁচজন মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা কাজ শেষে ক্যাম্পে ফেরার পরপরই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচজন অভিবাসী শ্রমিক ও কর্মকর্তা, একজন কাশ্মীরি কর্মী এবং একজন কাশ্মীরি চিকিৎসক রয়েছেন। হামলাকারীদের ধরতে পুলিশ ও সশস্ত্র বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে হামলার নিন্দা জানিয়েছেন এবং একে জঘন্য ও কাপুরুষিত হামলা বলে অভিহিত করেছেন। এ ছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা দায়ী তাদের কঠোর জবাবের মুখোমুখি হতে হবে।

ভারতের কৌশলগত এ টানেল প্রকল্পে শত শত শ্রমিক কাজ করছেন। যাদের বেশিরভাগ ভারতের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এটি কাশ্মীর উপত্যকাকে লাদাখের সঙ্গে সংযুক্ত করব।এলাকাটি তুষারপাতের কারণে বছরের অর্ধেকের বেশি সময় বিচ্ছিন্ন থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, টানেল প্রকল্পটি সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, যা লাদাখে কাজ করার জন্য উল্লেখযোগ্যভাবে উন্নত ক্ষমতা অর্জন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ বানিয়ে ভাতা তুলছেন ইউপি সদস্য

ভারতের তিন রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ

১০

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা

১১

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বিরল সম্মাননা দিল স্প্যানিশ ক্লাব

১২

সুপারি চুরি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

১৩

শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

১৪

জেমসের সঙ্গে এক মঞ্চে পাকিস্তানের আলী আজমত

১৫

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

১৬

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আটক ৭

১৭

দুপুরের পর ঢাকায় তীব্র বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

জুবিনকে বিষ খাইয়ে মারা হয়েছে, দাবি সহশিল্পীর

১৯

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

২০
X