আবারও জাতিগত সংঘাতে উত্তাল ভারতের মণিপুর। রাজ্যটিতে নতুন সহিংসতা শুরু হওয়ার পর গত চব্বিশ ঘণ্টায় এক নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (১৩ জুন) গভীর রাতে খামেনলোক এলাকায় এ ঘটনা ঘটে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
আহতদের চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে। খবর এনডিটিভি।
এ ঘটনা রাজ্যে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টার মধ্যে একটি বড় ধাক্কা হিসেবে এসেছে। গতকাল রাতের ঘটনার পর সেখানে কারফিউ শিথিল করা হয়েছে।
কয়েক দিন ধরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে আসছে। যার ফলে উত্তপ্ত মণিপুর। ইতোমধ্যে সেখানে মারা গেছেন প্রায় ১০০ জন। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার।
মন্তব্য করুন