কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-মোদির বৈঠকের আগেই মার্কিন পণ্যে শুল্ক কমাচ্ছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পদক্ষেপটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভারত প্রায় ৩০টি মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে ফুটওয়্যার থেকে বিভিন্ন উৎপাদন খাতের পণ্য রয়েছে।

এর আগে ব্রিকস দেশগুলোর ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসের সদস্য দেশের মধ্যে চীন, রাশিয়ার পাশাপাশি ভারতও রয়েছে। ট্রাম্প বলেছিলেন, তিনি ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার স্বার্থে জানিয়ে দিয়েছে, তারা মার্কিন ডলার থেকে সরে যাবে না, কারণ ডলার বিশ্বের প্রধান মুদ্রা।

এই সিদ্ধান্তের আওতায় ভারতে বিলাসবহুল গাড়ি, সোলার সেল,সেমিকন্ডাক্টর ডিভাইস ও কেমিকেলসের মতো পণ্যগুলোর শুল্ক কমানো হতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গাড়িগুলোর শুল্ক ৩৫ লাখ রুপি বা তার বেশি দামের ওপর ৪০ শতাংশ অতিরিক্ত শুল্কের সঙ্গে ৭০ শতাংশ প্রাথমিক কাস্টমস শুল্ক কমানো হতে পারে। পাশাপাশি, দৈনন্দিন পণ্যগুলোর মধ্যে বাইক, ফুটওয়্যার, স্মার্ট মিটার ও ইলেকট্রনিক খেলনা ও কেমিকেল পণ্যের ওপর শুল্ক কমানো হতে পারে। এ ছাড়া মার্বেল, গ্রানাইট ও স্ল্যাব ভারত অনেক বেশি উৎপাদন করলেও এসব পণ্যে শুল্ক কমানো হবে। এর ফলে এসব পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলেও দাম কম হবে।

মূলত ভারত মার্কিন পণ্যগুলোর আমদানি বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে । ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট বাণিজ্য প্রায় ১২০ বিলিয়ন ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ৪০ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তে রয়েছে।

ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকির প্রেক্ষাপটে মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পদক্ষেপ নেয়। এর আগে, চীন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও মেক্সিকোকে শুল্কের হুমকি দিয়েছিলেন ট্রাম্প । আর ভারত এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির পথে হাঁটছে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠকে দুদেশের বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এ উদ্বেগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রাজধানীতে আজ কোথায় কী

স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি : মির্জা ফখরুল

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

১১

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

১২

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

১৩

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

১৪

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

১৫

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

১৬

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

১৭

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

১৮

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

১৯

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

২০
X