কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-মোদির বৈঠকের আগেই মার্কিন পণ্যে শুল্ক কমাচ্ছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পদক্ষেপটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভারত প্রায় ৩০টি মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে ফুটওয়্যার থেকে বিভিন্ন উৎপাদন খাতের পণ্য রয়েছে।

এর আগে ব্রিকস দেশগুলোর ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসের সদস্য দেশের মধ্যে চীন, রাশিয়ার পাশাপাশি ভারতও রয়েছে। ট্রাম্প বলেছিলেন, তিনি ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার স্বার্থে জানিয়ে দিয়েছে, তারা মার্কিন ডলার থেকে সরে যাবে না, কারণ ডলার বিশ্বের প্রধান মুদ্রা।

এই সিদ্ধান্তের আওতায় ভারতে বিলাসবহুল গাড়ি, সোলার সেল,সেমিকন্ডাক্টর ডিভাইস ও কেমিকেলসের মতো পণ্যগুলোর শুল্ক কমানো হতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গাড়িগুলোর শুল্ক ৩৫ লাখ রুপি বা তার বেশি দামের ওপর ৪০ শতাংশ অতিরিক্ত শুল্কের সঙ্গে ৭০ শতাংশ প্রাথমিক কাস্টমস শুল্ক কমানো হতে পারে। পাশাপাশি, দৈনন্দিন পণ্যগুলোর মধ্যে বাইক, ফুটওয়্যার, স্মার্ট মিটার ও ইলেকট্রনিক খেলনা ও কেমিকেল পণ্যের ওপর শুল্ক কমানো হতে পারে। এ ছাড়া মার্বেল, গ্রানাইট ও স্ল্যাব ভারত অনেক বেশি উৎপাদন করলেও এসব পণ্যে শুল্ক কমানো হবে। এর ফলে এসব পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলেও দাম কম হবে।

মূলত ভারত মার্কিন পণ্যগুলোর আমদানি বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে । ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট বাণিজ্য প্রায় ১২০ বিলিয়ন ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ৪০ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তে রয়েছে।

ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকির প্রেক্ষাপটে মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পদক্ষেপ নেয়। এর আগে, চীন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও মেক্সিকোকে শুল্কের হুমকি দিয়েছিলেন ট্রাম্প । আর ভারত এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির পথে হাঁটছে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠকে দুদেশের বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এ উদ্বেগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

১০

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের স্ত্রীর কারাদণ্ড

১১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২

১২

সারা দেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

১৩

‘রুমিন ফারহানাসহ সব নারীর প্রতি স্লাট-শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান’

১৪

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

১৫

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : বুলু

১৬

সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

১৭

রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা

১৮

বিশ্লেষণ / চীন-ভারতের বাঁধ যুদ্ধ : ব্রহ্মপুত্রের ভাগ্য নিয়ে শঙ্কায় বাংলাদেশ

১৯

নাফ নদ থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X