

দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এই দাবি জানান।
ড্যাবের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক, পরিচালক এবং অফিসের কর্মচারীদের ওপর অকস্মাৎ কতিপয় উচ্ছৃঙ্খল অবসরপ্রাপ্ত এবং বহিরাগত সমন্বয়ে একদল সন্ত্রাসী জীবননাশক হামলা চালিয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ড্যাব এই ন্যক্কারজনক ও আইনবিরুদ্ধ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে।
ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলের সই করা বিবৃতিতে সংগঠনের শীর্ষ নেতারা বলেন, হাসপাতাল একটি জনসেবামূলক ও মানবিক স্থান। চিকিৎসক সমাজ এই জনসেবায় নিয়োজিত, তারা মানবিকতার এই মহান দায়িত্ব পালন করে থাকেন। মানবসেবায় নিয়োজিত চিকিৎসকদের ওপর এ ধরনের 'বর্বর ও কাপুরুষোচিত' হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সমাজের মৌলিক মানবিক মূল্যবোধ ও আইনশৃঙ্খলার চরম অবক্ষয়ের প্রতিফলন।
তারা আরও বলেন, হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘটিত এই হামলার ঘটনায় আমরা রোগী ও অন্যদের নিরাপত্তাজনিত কারণে গভীরভাবে উদ্বিগ্ন।
ড্যাবের নেতারা বলেন, চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে রোগীর সেবা দিয়ে থাকেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। কিন্তু বারবার এমন হামলার ঘটনা প্রমাণ করে যে, চিকিৎসকদের নিরাপত্তা এখন মারাত্মকভাবে হুমকির মুখে। আমরা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
এদিকে এই হামলার ঘটনায় হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের অবসরপ্রাপ্ত পাঁচজন কর্মচারীকে বিবাদী করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর রমনা মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন