শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বোয়িং ৭৮৭ মডেলের ইতিহাসে এভাবে বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।

প্রথমবারের মতো বোয়িং ৭৮৭ মডেলের কোনো বিমান এভাবে বিধ্বস্ত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনটিতে জানানো হয়, বোয়িং ৭৮৭ মডেলটি ১৪ বছর আগে চালু হয়েছিল এবং মাত্র ছয় সপ্তাহ আগে এই মডেলটি ১ বিলিয়ন যাত্রী বহনের মাইলফলক অর্জন করেছে।

এ উপলক্ষে কোম্পানিটি জানিয়েছে, যে ১ হাজার ১৭৫টিরও বেশি বিমানের ৭৮৭ নম্বর বিমানটি প্রায় ৫০ লক্ষ ফ্লাইট চালিয়েছে এবং ৩ কোটিরও বেশি ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে। এ দুর্ঘটনাটি কোম্পানির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এটি সিইও কেলি অর্টবার্গের জন্য আরেকটি পরীক্ষা হবে, যিনি তার চাকরির প্রথম বার্ষিকী উদযাপন করতে চলেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৪২ জন আরোহী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির।

যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।

দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১০

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১১

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১২

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৩

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৪

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৫

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৬

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৭

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৮

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৯

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

২০
X