শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অগ্নি-৫’ বাঙ্কার বাস্টার বানাচ্ছে ভারত

ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ভারত দেশীয় প্রযুক্তিতে অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুটি ভার্সন বাঙ্কার বাস্টার তৈরি শুরু করেছে। দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই অগ্নি-৫-এর নতুন সংস্করণ তৈরি করছে।

অগ্নি-৫ মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে।

সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এর দুটি সংস্করণ থাকবে౼একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাঙ্কার বাস্টারের কাজ করবে। এটা সুপারসনিক গতিতে যাবে। অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।

গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র কর্তৃক ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) বোমা ব্যবহারের পর ভারত এদিকে নজর দিয়েছে। আধুনিক যুদ্ধকৌশল ও বিশ্বব্যাপী পরাশক্তিগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্রমবর্ধমান কৌশলগত প্রয়োজনীয়তার সঙ্গে ভারত শক্তিশালী অপারমাণবিক বাঙ্কার বাস্টার ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেশটির আন্তঃমহাদেশীয় অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে সমৃদ্ধ করবে।

মার্কিন বাঙ্কার বাস্টারের আদলে

ইরানের পরমাণুকেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা জিবিইউ ৫৭ ফেলার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অগ্নি-৫-ও যুক্তরাষ্ট্রের বাঙ্কার বাস্টার জিবিইউ ৫৭-এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে।

বাঙ্কার বাস্টার ক্ষেপণাস্ত্র হলো এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র, যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত হানতে পারে এবং মিলিটারি বাঙ্কার, কমান্ড সেন্টার, মিসাইল রাখার জায়গা ও অস্ত্রভান্ডারে গিয়ে আঘাত করতে পারে। সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির ওপর গিয়ে পড়ে ও বিস্ফোররিত হয়। কিন্তু বাঙ্কার বাস্টার মাটির ভেতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

কেন বাঙ্কার বাস্টার জরুরি

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেন, ‘এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার হয়। কোনো সন্দেহ নেই, ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন।’

তিনি আরও বলেন, ‘এই অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে। কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয়। প্রথমে ওপরে হয়, তারপর ভেতরে ঢুকে বারবার তা বিস্ফোরণ ঘটাতে পারে। এটা নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেটে সবচেয়ে ভয়ংকর আঘাত করতে পারে। তাই এই অ্যাঙ্গেল বা কোণটা খুবই জরুরি।’

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘এখন মার্কিন বাঙ্কার বাস্টার দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে। তবে ভারত আগেই এই অস্ত্র বানানোর প্রক্রিয়া শুরু করেছে।’

আধুনিক যুদ্ধে এই বাঙ্কার বাস্টার খুব জরুরি বলে মনে করা হয়। কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে। অস্ত্র, জ্বালানি, রাসায়নিক ও জৈবিক অস্ত্রও মাটির তলায় রাখা হয়। সেগুলোয় আঘাত করতে চাইলে বাঙ্কার বাস্টার দরকার হয়। এ জন্যই এর গুরুত্ব রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

বিসিএস ক্যাডারে স্থান পেলেন রাবির প্রায় ৬০ শিক্ষার্থী

আদালতে দুর্জয়কে ডিম নিক্ষেপ

ইসরায়েলের আবারও ড্রোন হামলা

১০

মুরাদনগরে ধর্ষণকাণ্ড, ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা গ্রেপ্তার 

১১

শাকিব খানের নতুন সিনেমার নায়িকা কে

১২

আদালত ফ্যাসিস্টমুক্ত হলেই স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর হবে : সালাহউদ্দিন আহমদ

১৩

ইরানের মতো আরেক দেশে হামলার হুমকি ইসরায়েলের

১৪

ভারতীয় পুশইন বন্ধ করতে হবে : জাগপা 

১৫

শহীদ পরিবার ও ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৬

টানা ৩ দিনের ছুটি পাবেন না যারা

১৭

ব্যাটিং বিপর্যয়ে বিসিবি সভাপতির হতাশা, দায় দেখছেন মানসিকতায়

১৮

টানা ৩ দিনের ছুটিতে চাকরিজীবীরা

১৯

খলিলুর রহমান বিকডার নতুন সভাপতি 

২০
X