কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় নার্সের ফাঁসি হতে যাচ্ছে ইয়েমেনে

নিমিশা প্রিয়া। ছবি : সংগৃহীত
নিমিশা প্রিয়া। ছবি : সংগৃহীত

ইয়েমেনে এক ব্যক্তিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় নারী নিমিশা প্রিয়ার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, নিমিশা প্রিয়া (৩৭) ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে ইয়েমেনে নিজের স্বামীর সঙ্গে থাকতেন তিনি। ২০১৪ সালে তার স্বামী ও মেয়ে ভারতে ফিরে আসে। ২০১৬ সালে ইয়েমেন থেকে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। তখন ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা।

সেখানেই ইয়েমেনি নাগরিক তলাত আবদো মেহদির সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। পরে প্রিয়া ও মেহদি একটি ক্লিনিক খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেন। কারণ ইয়েমেনে কোনো বিদেশি ক্লিনিক খুলতে চাইলে তাকে স্থানীয় কারও সঙ্গে অংশীদারত্বে খুলতে হবে। সে কারণেই মেহদিকে প্রয়োজন ছিল প্রিয়ার। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে মেহদির সাহায্যে ক্লিনিক চালু করেন প্রিয়া। কিন্তু ধীরে ধীরে তাদের ব্যবসায়িক সম্পর্ক তিক্ততায় রূপ নেয়।

হিন্দুস্তান টাইমস বলছে, মেহদি প্রিয়ার কাছ থেকে তার পাসপোর্ট ছিনিয়ে নেন। এর জেরে সেই দেশেই আটকে পড়েন তিনি। এদিকে প্রিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতেন মেহদি। মেহদি নানাভাবে তাকে অত্যাচার করত বলে পুলিশকে অভিযোগ জানায় প্রিয়া। ২০১৬ সালে গ্রেপ্তার হয় মেহদি। পরে অবশ্য তিনি ছাড়া পেয়ে যান।

২০১৭ সালের ২৫ জুলাই মেহদিকে ঘুমের ইনজেকশন দেন প্রিয়া। সেই ইনজেকশনের ওভারডোজে মৃত্যু হয় মেহদির। প্রিয়া এক বান্ধবীকে সঙ্গে নিয়ে মেহদির দেহটি কেটে ক্লিনিকের ট্যাঙ্কে রেখে পালিয়ে যান। পরে মামলায় ২০১৮ সালে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন প্রিয়া।

পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিশা প্রিয়া। ২০১৮ সাল থেকে আদালতে লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। অবশ্য সেদেশের শীর্ষ আদালতেও সেই মামলায় হেরে যান তিনি। এরই মাঝে প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি। এবার তা কার্যকর হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে কিছু করার আছে। তারা ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে এখন আবার যোগাযোগ করবে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতিও আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলো বিক্ষুব্ধরা

ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম

জুলাই স্মৃতি ফাউন্ডেশন পুরোপুরি ব্যর্থ: উমামা ফাতিমা

গাজায় সংঘাত / ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত

শাহজালালে বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনাসহ দুজন আটক

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করলেন আহতরা

ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, যুবক আটক

মুরাদনগরের সেই নারীর ১২ দিন পর ডাক্তারি পরীক্ষা

সাগরে আড়াই ঘণ্টা, মায়ের কোলেই প্রাণ গেল শিশু আব্দুর রহমানের

১০

অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় : দুদক

১১

ভাড়া দিতে দেরি করায় ভাড়াটিয়াকে ভেতরে রেখেই তালা দিলেন মালিক

১২

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা বাতিল 

১৪

ষড়যন্ত্রকারীরা যত চেষ্টাই করুক, সফল হবে না : আমিনুল হক

১৫

ভারতীয় নার্সের ফাঁসি হতে যাচ্ছে ইয়েমেনে

১৬

ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স

১৭

সিলেটের ডিসির সঙ্গে আরিফের সমঝোতা!

১৮

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের

১৯

ঢাকা কলেজে উন্মুক্ত পাঠাগার

২০
X