কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে কোটি টাকার হীরা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন’ ভাবসম্প্রসারণে এমনটি শোনা গেলেও এবার মাটি খুঁড়লেই কোটি টাকার হিরা বেরিয়ে আসছে বলে জানা গেছে। এমনটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে। সেখানকার এক দিনমজুর মাটি খুঁড়ে কোটি টাকার হীরা পেয়েছেন।

জানা গেছে, খরিপ মওসুমে মাঠে কাজ করতে গিয়ে ভাগ্য বলদে গেছে এক দিনমজুরের। জমিতে চাষ করতে গিয়ে কোদালের কোপে উঠে আসে এক টুকরা হীরা। যা বিক্রি হয় দুই কোটি টাকায়। তিনি ছাড়াও আরো বহুজনের এভাবে ভাগ্য খুলেছে। গ্রীষ্মের রুক্ষ জমিতে বৃষ্টি নামলেই দেখা মেলে হিরাসহ নানা দামি রত্ন। প্রদেশের অনন্তপুর এবং কুর্নুল জেলায় এসবের দেখা মেলে। তাই বর্ষা এলেই এ এলাকায় হীরা খোঁজার মওসুম শুরু হয়ে যায়।

সংবাদমাধ্যমের দাবি, ২০২১ সালে জন্নাগিরি গ্রামে তিন ব্যক্তি ২ কোটি ৪ লাখ টাকার খুঁজে পেয়েছিলেন। এছাড়া গত বছরে ৪০ লাখ টাকার একটি হীরা পেয়েছিলেন এক কৃষক। ৩০ ক্যারেটের ১ কোটি ৪ লাখ টাকার আরেকটি হীরা পেয়েছিলেন অপর একজন কৃষক।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে ৬০ লাখ টাকার হীরা পান এক কৃষক। ২০২০ সালে অন্ধ্রের দুই বাসিন্দাও পেয়েছিলেন হীরা। তবে পাঁচ ও ছয় লাখ টাকার দুটি হীরা তারা যথাক্রমে দেড় লাখ ও ৫০ হাজার টাকায় বিক্রি করেছিলেন।

অনেকে মনে করেন, রায়লসীমা এলাকায় দামি রত্নের খোঁজ পাওয়া স্বাভাবিক বিষয়। কেননা মধ্যযুগে বিজয়নগর সাম্রাজ্যের জমজমাট রাজত্বকালে হীরা-জহরতের জন্য এ অঞ্চলের খ্যাতি ছিল। কথিত আছে যে, শাক-সবজির মতো হিরাসহ নানা দামি রত্নের বেচাকেনা হতো। তবে কালের বিবর্তনে সেসব হারিয়ে গেলেও এখনো কুর্নুল জেলার তুগ্গলি, জন্নাগিরি, মদ্দিকেরা এবং অনন্তপুরের বজ্রকরুর এলাকায় বর্ষাকালে ‘হিরের ফসল’ তোলেন অনেকে। বর্ষাকালে নানা প্রান্তের লোকেরা এখানে জড়ো হোন। স্থানীয়রা ছাড়াও আশপাশের অঞ্চল কর্নাটক ও তেলঙ্গানা থেকেও লোকজন আসেন। এছাড়াও জড়ো হোন ব্যবসায়ীরা। এমনকি হিরা পেলে মধ্যস্থতাকারীদের দেখা যায় সেখানে।

মওসুমের এ সময়ে জমে ওঠে পর্যটন ব্যবসা। কেননা হীরা খোঁজে অনেকে সেখানে অবস্থান করেন। কেউ কেউ সেখানে তাঁবু খাটিয়ে রাত কাটান। অনেকে আবার আশপাশের হোটেল, লজ, অতিথিশালায় রাত্রিযাপন করেন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কে এসবের মূল মওসুম হিসেবে ধরা হয়।

অভিযোগ রয়েছে, হীরা খোঁজার মওসুমে প্রশাসনের তেমন কড়াকড়ি দেখা যায় না। দামী রত্ন পেলেই ব্যবসায়ীদের কাছে নিয়ে সেগুলো বিক্রির চেষ্টা করেন মধ্যস্থতাকারীরা। ফলে কম দামে বিক্রি করতে বাধ্য হন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জন্নাগিরি গ্রামের এক বাসিন্দা জানান, তিনি চাষের জমিতে একটি গিরা খুঁজে পেয়েছিলেন। তবে পুলিশ-প্রশাসনের হেনস্থার ভয় এবং নিজের সুরক্ষার কথা ভেবে সেটি দেড় কোটি টাকায় বিক্রি করে দেন। তার ধারণা এটির দাম আরও বেশি।

তার অভিযোগ, হীরা বিক্রির সময় পুলিশকে ছয় লাখ টাকা এবং রাজস্ব বিভাগকে ৪ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। এছাড়া বাকি টাকায় যাবতীয় ঋণ শোধ করেছেন তিনি।

বর্ষায় অন্ধ্রের জমিতে হীরা পাওয়া নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি। কেবল এই মওসুমেই হীরা ছাড়াও দামি রত্নের দেখা মেলে। খনি বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদদের মতে, এই এলাকাগুলোতে সরকারি উদ্যোগে গবেষণা চালানো উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১০

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১১

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১২

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৩

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৫

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৬

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

১৯

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

২০
X