কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি ইরান

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশ পায়, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রকাশিত আইএইএ'র ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুত অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ইরান প্রায় ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাধারণত, পরমাণু বোমা তৈরি করতে ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় ১৮৫ কেজি পরিমাণে মজুত থাকতে হয়। বর্তমানে ইরান যে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্তাবলির চেয়ে ৩২ গুণ বেশি।

এর আগে ২০১৫ সালে, ইরান এবং বিশ্বের ছয়টি বড় দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি) একটি চুক্তি করেছিল। যেখানে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত রাখতে বাধ্য করা হয়েছিল।

তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান গোপনে তার পরমাণু কার্যক্রম বৃদ্ধি করেছে বলে আইএইএ দাবি করেছে।

আইএইএর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি ইরান সফর করেছেন এবং সেখান থেকে ফেরার পর তিনি এই প্রতিবেদন প্রকাশ করেন। তার সফরের পরেই ইরান তার ইউরেনিয়ামের মজুত নিয়ে আরও সতর্ক হয়ে উঠেছে এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মুখে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্যও নষ্ট হতে পারে। বিশেষ করে, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বা আক্রমণের পরিস্থিতি উত্তপ্ত হওয়া আশঙ্কা আরও তীব্র করবে।

এদিকে ইরানের পরমাণু ক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ উদ্বিগ্ন। গত অক্টোবর মাসে, ইরান-ইসরায়েল সংঘর্ষের পর, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের ইউরেনিয়ামের মজুত সম্পর্কে সতর্কতা জানিয়েছে। যদি ইরান পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়, তাহলে তা পুরো বিশ্বে নিরাপত্তা ভারসাম্যের জন্য একটি বড় হুমকি হতে পারে।

যদিও, ইরান এসব সতর্কতাকে কূটনৈতিকভাবে মোকাবিলা করার কথা জানিয়েছে এবং তারা দাবি করছে যে, তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং এটি আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই করা হচ্ছে।

বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইউরোপীয় অঞ্চলের যুদ্ধে ইরানের ভূমিকা, পরমাণু বোমার বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১০

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

১১

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

১২

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন

১৩

‘খুদে মেসি’ সোহান এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায়

১৪

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা

১৫

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

১৬

পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

১৭

এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু: জিতু কামাল

১৮

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

১৯

বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের

২০
X