কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাশার আল আসাদের পরিবার এখন কোথায়?

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার। ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার। ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কে প্রবেশের একেবারে কাছাকাছি সময়েই দেশ ছেড়ে পালিয়েছেন। এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে।

তবে, সংকটময় পরিস্থিতিতে বাশারের ক্যানসারে আক্রান্ত স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেন। এর আগে, বাশার আল আসাদ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে যান। খবর রয়টার্স।

তবে, কোথায় গেছেন বাশার, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানায়, বাশার আল আসাদ কোথায় গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাশারের স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান গত নভেম্বরের শেষের দিকে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে গেছেন। আসমা আসাদ, যিনি যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু থেকে বেশ সক্রিয় ছিলেন।

তিনি সিরিয়ার সেনাবাহিনীর নিহত সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করতেন এবং দাতব্য কাজের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতেন। তবে, বিদ্রোহীরা তার এই দাতব্য কাজকে সমর্থন করেনি, কারণ তারা মনে করতেন, এটি সরকারের প্রতি সমর্থন জানানো হচ্ছে।

এদিকে, আসমা আসাদ ২০১১ সালে স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু ২০২৩ সালে লিউকেমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) শনাক্ত হওয়ার পর তিনি জনসম্মুখে উপস্থিত হওয়া থেকে বিরত ছিলেন। এর ফলে, আসমা খুব বেশি আলোচনায় আসেননি, যদিও তার ভূমিকা দেশে গুরুত্বপূর্ণ ছিল।

বাশার আল আসাদ এবং তার পরিবার দীর্ঘদিন ধরে সিরিয়ার শাসন করছিলেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর, দেশটি ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে, যা এখনো চলমান। বাশার আল আসাদ নিজেকে ক্ষমতায় ধরে রেখেছিলেন, যদিও আন্তর্জাতিকভাবে তাকে ব্যাপকভাবে সমালোচনা করা হয়। বিদ্রোহীরা সিরিয়ার অধিকাংশ এলাকা দখল করলেও, আসাদ সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ জায়গা এখনো ছিল।

তবে, গত সপ্তাহে সিরিয়ায় ঘটতে থাকা অস্থির পরিস্থিতির মধ্যে বাশার আল আসাদ যখন দামেস্ক ছাড়েন, তখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) সিরিয়াকে মুক্ত ঘোষণা করে। তারা দাবি করেছে, সিরিয়া এখন একটি নতুন যুগের সূচনা করেছে, যেখানে আসাদ পরিবারের দীর্ঘ শাসন শেষ হয়ে গেছে।

এখন প্রশ্ন উঠছে, আসাদ পরিবার কোথায় অবস্থান করছে। এর কিছুটা উত্তর পাওয়া গেছে, কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া কঠিন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাশার আল আসাদের ব্রিটিশ-সিরীয় স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। সন্তানদের নিয়ে আসমা গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে যান।

এদিকে সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে এবং বিদ্রোহীদের পক্ষে সিরিয়ার নবনির্মাণের লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হবে, তাও দেখার বিষয়। তবে, এই সংকটের মধ্যে সিরিয়ার জনগণ নতুন আশার আলো দেখতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

বুধবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার চিকিৎসা / ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবেই থাকছে দ্য লন্ডন ক্লিনিক

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি

মধুমতীর ভাঙনে বিলীন তিন গ্রামের রাস্তা

‘কোনো কেন্দ্রে একটিও ভোট না পড়া ইলিয়াস আলীর প্রতি সম্মান’

এটি এখন থেকে ‘আমেরিকা উপসাগর’

এসএসসি ১৯৯৮ ফ্রেন্ডস গ্রুপ ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১০

বিয়ের মেহেদীর রঙ মোছার আগেই প্রাণ গেল রাকিবের

১১

অর্থনীতি, গাজা ও রাশিয়া ইস্যুতে তৎপর ট্রাম্প

১২

সিলেট বারে বিএনপির ভরাডুবি, ৪ নেতাকে শোকজ

১৩

যুদ্ধ থামাতে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

১৪

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

১৫

কোন দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

১৬

‘জয় বাংলা’ আ.লীগের পৈত্রিক সম্পত্তি না : আলাল

১৭

আ.লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে : এ্যানি

১৮

কাদের জীবনে বিপদ আনছেন ট্রাম্প

১৯

ঢাবিতে আবারও আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

২০
X