কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী নিয়ে বিতর্কে মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা

বিতর্কিত বিষয়টি নিয়ে সিরিয়ার ধর্মীয় বৈচিত্র্য এবং রাজনৈতিক মতবিরোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ছবি : সংগৃহীত
বিতর্কিত বিষয়টি নিয়ে সিরিয়ার ধর্মীয় বৈচিত্র্য এবং রাজনৈতিক মতবিরোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ছবি : সংগৃহীত

সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা, যিনি গত সপ্তাহে এক নারীর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্কের শিকার হয়েছিলেন, এবার এসব বিতর্কের জবাব দিয়েছেন।

গত ১০ ডিসেম্বর লেয়া খেইরাল্লাহ নামের এক নারীর সঙ্গে ছবি তোলার পূর্ব মুহূর্তে চুল ঢাকার জন্য অনুরোধ করেছিলেন। সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়।

এ বিষয়ে আল-শারা বলেছেন, ‘আমি ওই নারীকে বাধ্য করিনি, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি যেভাবে উপযুক্ত মনে করি, সেভাবে ছবি তুলতে পারি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ছবি তোলার আগে, আল-শারা লেয়াকে চুল ঢাকার জন্য ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি নিজের হুডি টেনে দিয়ে ছবি তোলেন। এ ঘটনার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়লে উদারপন্থি এবং রক্ষণশীলদের মধ্যে বিতর্ক শুরু হয়।

উদারপন্থিরা মনে করছেন, এটি সিরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার ইঙ্গিত হতে পারে, যেখানে ধর্মীয় পোশাকবিধি বাধ্যতামূলক হতে পারে। অন্যদিকে, রক্ষণশীলরা এ ঘটনার প্রতি সমালোচনামূলক মনোভাব প্রকাশ করেন, কারণ তারা বিশ্বাস করেন যে, একজন নারীকে রক্ষণশীল পোশাকে বাধ্য করা উচিত নয়।

এদিকে, লেয়া খেইরাল্লাহ জানিয়েছেন, তিনি আল-শারার অনুরোধে বিরক্ত হননি। তার মতে, আল-শারা তাকে ‘পিতৃসুলভ স্নেহের’ সঙ্গে অনুরোধ করেছিলেন এবং একজন নেতা তার পছন্দমতো নিজেকে উপস্থাপন করার অধিকার রাখেন।

এ ঘটনা সিরিয়ার ধর্মীয় বৈচিত্র্য এবং রাজনৈতিক মতবিরোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যেখানে একদিকে কিছু মানুষ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র চান, আবার অন্যদিকে ইসলামিক আইনের ভিত্তিতে শাসনব্যবস্থা প্রবর্তনের দাবি উঠছে।

২০১৭ সালে বিদ্রোহীরা ইদলিব প্রদেশে নিয়ন্ত্রণে নেয় এবং সেখানে কঠোর পোশাকবিধি চালু করেছিল, যদিও সম্প্রতি এ নিয়মগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে, আল-শারার এ ছবি তোলার ঘটনা ভবিষ্যতে সিরিয়ার শাসনব্যবস্থার দিকে অনেক প্রশ্ন উত্থাপন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিহতের আহ্বান

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হালিশহর থানার লুটের পিস্তল

ঘেরের জমি নিয়ে বিরোধে খুন হন সাংবাদিক মিলন, ধারণা পুলিশের

কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক : ইশরাক

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে : রফিক সিকদার

১০

ঢাবিতে মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

১১

সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু

১২

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া

১৩

ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

১৪

আবুধাবিতে দেখা গেল রজবের চাঁদ, রমজানের কাউন্টডাউন শুরু

১৫

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস, মন ভালো তো সব ভালো

১৬

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

১৭

মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

১৮

একদিনেই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

১৯

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

২০
X