কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কুর্দিদের প্রতি এরদোয়ানের ক্ষোভের মূল কারণ

এরদোয়ানের কুর্দিদের প্রতি এই কঠোর অবস্থান তুরস্কের জাতীয়তাবাদী রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার অংশ। ছবি : সংগৃহীত
এরদোয়ানের কুর্দিদের প্রতি এই কঠোর অবস্থান তুরস্কের জাতীয়তাবাদী রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার অংশ। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুর্দি যোদ্ধারা অস্ত্র জমা দেবে অথবা তাদের ‘পুঁতে ফেলা হবে।’ এরদোয়ানের এই ক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি রাজনৈতিক, সামরিক এবং আঞ্চলিক দ্বন্দ্ব। — খবর রয়টার্স।

সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় কুর্দি যোদ্ধারা, বিশেষ করে ওয়াইপিজি (ইউনিটস অব প্রোটেকশন), সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়েছে। তুরস্ক এই গোষ্ঠীকে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি)-র শাখা হিসেবে বিবেচনা করে।

তুরস্কের মতে, ওয়াইপিজি তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি। আঙ্কারা বারবার বলেছে, ভবিষ্যতের সিরিয়ায় এই গোষ্ঠীর কোনো জায়গা নেই।

পিকেকে ও সন্ত্রাসবাদ

তুরস্কের সরকার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-কে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য তুরস্কের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। এই সংঘাতের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং এরদোয়ান পিকেকেকে তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করেন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা

তুরস্কের কুর্দি-সমর্থিত রাজনৈতিক দল, বিশেষ করে পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি), এরদোয়ানের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই দলটি কুর্দি জনগণের অধিকার নিয়ে সরব এবং সরকারের সমালোচনায় দৃঢ়। এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টি মনে করে, এইচডিপি পিকেকের সঙ্গে সম্পৃক্ত, যা তুরস্কের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।

কুর্দি স্বায়ত্তশাসনের দাবি

তুরস্কে বসবাসরত কুর্দিরা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, ভাষাগত এবং রাজনৈতিক অধিকারের দাবি করে আসছে। যদিও কুর্দিদের দাবি সাংবিধানিক স্বীকৃতির মধ্যে সীমিত, তুরস্কের সরকার এটিকে বিচ্ছিন্নতাবাদের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা হিসেবে দেখে। এরদোয়ানের মতে, এই দাবি তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।

জাতীয়তাবাদের উত্থান

এরদোয়ান তার রাজনৈতিক অবস্থান দৃঢ় করতে তুর্কি জাতীয়তাবাদকে শক্তিশালী করার কৌশল গ্রহণ করেছেন। কুর্দিদের ওপর কঠোর অবস্থান নেওয়া এই জাতীয়তাবাদের অংশ হিসেবে কাজ করছে। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের কাছে একজন শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

সাম্প্রতিক পরিস্থিতি

সম্প্রতি এরদোয়ান ঘোষণা করেছেন, তুরস্ক সিরিয়ার আলেপ্পোতে কনসুলেট খুলবে এবং শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করবে। একইসঙ্গে সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান চালিয়ে ২১ জন কুর্দি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কুর্দি ইস্যু তুরস্কের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় একটি চ্যালেঞ্জ। পিকেকে এবং ওয়াইপিজি-র কার্যক্রমকে সন্ত্রাসবাদ হিসেবে দেখলেও, কুর্দি জনগণ এটিকে তাদের অধিকারের সংগ্রাম বলে মনে করে। এরদোয়ানের কুর্দিদের প্রতি এই কঠোর অবস্থান তুরস্কের জাতীয়তাবাদী রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১০

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১১

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১২

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৪

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৭

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৯

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

২০
X