শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বাস্তুচ্যুত উত্তর গাজার বাসিন্দাদের দুঃসংবাদ দিল ইসরায়েল

বাস্তুচ্যুত উত্তর গাজার বাসিন্দাদের দুঃসংবাদ দিল ইসরায়েল
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই ফিলিস্তিনিদের দুঃসংবাদ দিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা করেছে।

দেশটির সংবাদমাধ্যম ইহোদিয়থ অহরনথ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার ৭০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় ৬৫ হাজার বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে। বর্তমানে এসব বাস্তুচ্যুত ফিলিস্তিনি স্কুল এবং ক্লিনিকের মতো বড় বড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

প্রতিবেদনে জানতে চাওয়া হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কি হাজার হাজার ফিলিস্তিনিকে জাবালিয়া এবং এর আশেপাশের শহরগুলোতে তাদের বাড়িতে ফিরে যেতে দেবে? নাকি জাবালিয়া এবং আশপাশের শহরে নিজেদের বাড়িঘরে ফিরতে বাধা দেবে। যদিও ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এসব বাড়িঘরের বেশির ভাগ ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ধারণা, এখনো উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া, বেইত লাহিয়া এবং বেইত হ্যানউনে প্রায় ১০০ জনের মতো যোদ্ধা রয়েছেন।

ইসরায়েলি এ সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর তেলআবিব এক মিলিয়ন ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ফিরে যেতে বাধা দিয়েছিল। রাজনৈতিক নেতৃত্বে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তর-তৃতীয়াংশকে বিধ্বস্ত ও পরিত্যক্ত এলাকা ঘোষণা করবে।

ইহোদিয়থ অহরনথ জানিয়েছে, সেনাবাহিনীর এ অভিযানের লক্ষ্য হলো গাজার বাসিন্দাদের জাবালিয়া, বেইত হ্যানউন ও বেইট লাহিয়াতে তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দেওয়া। একইভাবে তারা ইসরায়েলি বসতি স্থাপন করে নেটিভ হাআসারা, সেদেরত, মেফালসিম এবং এরেজ নিজেদের দখলে নিয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাব মতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে।

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে... দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১০

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১১

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১২

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৩

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৪

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৫

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৬

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৮

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

২০
X