কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করে রোষানলে বিবিসির সাংবাদিক

সাংবাদিক মার্ক লোয়েন। ছবি : সংগৃহীত
সাংবাদিক মার্ক লোয়েন। ছবি : সংগৃহীত

তুরস্কে দায়িত্ব পালনকালে যুক্তরাজ্যের সরকারি সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিক মার্ক লোয়েন গ্রেপ্তার হয়েছেন। পরে তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠিয়েছে তুরস্ক। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় বিবিসি। এর আগে বুধবার ইস্তাম্বুলে গ্রেপ্তার হন লোয়েন।

গত সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর যে বিক্ষোভ শুরু হয়েছিল, সে সম্পর্কে প্রতিবেদন করার জন্য লোয়েন বেশ কয়েকদিন ধরে তুরস্কে ছিলেন। তুরস্কের প্রথম সারির সংবাদমাধ্যম বিক্ষোভের খবর এড়িয়ে গেলেও বিবিসি সেসবের ছবি-ভিডিও ও বর্ণনা প্রকাশ করছিল। বিক্ষোভের এসব চিত্র সংগ্রহ করছিলেন লোয়েন।

ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৮ সালের নির্বাচনে ইমামোগলুকে তার দল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করে। তাকে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। এ জন্যই রাজনৈতিক প্রতিহিংসায় এরদোয়ান ইমামোগলুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে মনে করে বিরোধী দলগুলো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, ‘আজ সকালে (২৭ মার্চ) তুর্কি কর্তৃপক্ষ বিবিসি সংবাদ প্রতিনিধি মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে বহিষ্কার করেছে। আগের দিন তাকে তার হোটেল থেকে তুলে নিয়ে ১৭ ঘণ্টা আটকে রাখা হয়।’

বৃহস্পতিবার সকালে একটি লিখিত নোটিশ তার হাতে ধরিয়ে দেওয়া হয়। যাতে ‘জনশৃঙ্খলার জন্য হুমকি’ উল্লেখ করে লোয়েনকে তুরস্ক থেকে বের করার কথা বলা হয়।

মার্ক লোয়েন বলেন, ‘আমি যে দেশে পাঁচ বছর ধরে বসবাস করেছি এবং যে দেশের প্রতি আমার এত ভালোবাসা রয়েছে সেখান থেকে আমাকে আটক করে ফেরত পাঠানো অত্যন্ত বেদনাদায়ক। সংবাদপত্রের স্বাধীনতা এবং নিরপেক্ষ প্রতিবেদন যে কোনো গণতন্ত্রের জন্য মৌলিক অধিকার।’

এ বিষয়ে বিবিসির সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস বলেন, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমরা তুর্কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাব। মার্ক একজন অত্যন্ত অভিজ্ঞ সংবাদদাতা যার তুরস্ক সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। কোনো সাংবাদিককে কেবল তাদের কাজ করার জন্য এই ধরনের আচরণের মুখোমুখি হতে হবে, তা মানা যায় না। আমরা তুরস্কের ঘটনাবলি সম্পর্কে নিরপেক্ষ ও ন্যায্যভাবে প্রতিবেদন প্রকাশ করা চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

আমিরকে নিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা ওমানের

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

নির্বাচন বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে : সালাহউদ্দিন

অনেক সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে : সেলিমা রহমান

চাকসু নির্বাচনে তপশিলের তারিখ ঘোষণা

অজু শেষে যে দোয়া পড়লে জান্নাতের ৮টি দরজা খুলে যায়

১০

ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়ে ফুটবলারের মৃত্যু

১১

লন্ডনে বোরকা পরে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

১২

বন বিভাগের সামনেই অবাধে আসছে শিকার করা পণ্য

১৩

ধামরাইয়ে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৬

শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের 

১৭

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

১৮

যেসব দেশে বিয়ে করলেই নাগরিকত্ব পেতে পারেন আপনিও

১৯

‘মামাতো ভাইকে দিয়ে যুবদল নেতাকে খুন করান স্ত্রী’

২০
X