কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে প্রায় ২ হাজার ছাত্র-জনতা গ্রেপ্তার

তুরস্কে প্রায় ২ হাজার ছাত্র-জনতা গ্রেপ্তার
তুরস্কে এরদোয়ানবিরোধী বিক্ষোভ। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানবিরোধী বিক্ষোভের জেরে তুরস্কে ধরপাকড় চলছেই। বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত প্রায় ১৯০০ জন ছাত্র-জনতাকে আটক করা হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও। বিক্ষোভের খবর সংগ্রহ ও প্রচার করার দায়ে তাদের বিভিন্ন স্থান থেকে তুলে যাওয়া হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আট দিন আগে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তুরস্কজুড়ে গণগ্রেপ্তারের শিকার হচ্ছেন বিক্ষোভকারী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের অনুরোধ পাত্তা দিচ্ছে না এরদোয়ানের প্রশাসন।

তুরস্ক জানিয়েছে, তারা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তার এবং এর ফলে সৃষ্ট বিক্ষোভের বিষয়ে ‘পক্ষপাতদুষ্ট’ বিদেশি বিবৃতি প্রত্যাখ্যান করেছে। তবে সাংবাদিকদের ব্যাপারে তারা নমনীয়। সমাবেশে সংবাদ সংগ্রহকারী সাত স্থানীয় সাংবাদিককে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, তাদের সংবাদদাতা মার্ক লোয়েনকে ইস্তাম্বুলের হোটেল থেকে তুলে নিয়ে যায় তুরস্কের কর্তৃপক্ষ। এরপর ১৭ ঘণ্টা আটকে রাখা হয়। এ নিয়ে বিবিসি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করলে কর্তৃপক্ষ তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠায়। লোয়েন এরদোয়ানবিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহ এবং প্রচারে নিয়োজিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ১,৮৭৯ জনকে আটক করা হয়েছে। আদালত ২৬০ জনকে বিচারের জন্য জেলে পাঠিয়েছেন। ৪৮৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং ৬৬২ জন এখনও শুনানির অপেক্ষাধীন। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সরকারবিরোধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে।

বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। এসব ঘটনার তদন্ত করতে তারা তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে। গোষ্ঠীগুলো বলেছে, বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল। আন্দোলনকারীদের ওপর আক্রমণ গণতন্ত্রের পশ্চাদপসরণকে চিহ্নিত করে।

এদিকে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তুর্কিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা ইস্তাম্বুল এবং অন্যান্য স্থানে সমাবেশ এবং বিক্ষোভের আয়োজন করতে ছাত্র-জনতাকে অনুরোধ করেছে। তবে এরদোয়ান এই বিক্ষোভের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বিক্ষোভকারীদের কঠিন আইনি ঝামেলায় পড়তে হবে বলে সতর্ক করে বক্তব্য দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কলেজে মাস্টার্স নেই আবেদন করলে বিবেচনা করা হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য 

মগবাজারে ঘটনায় সেই ছিনতাইকারীদের বিষয়ে যেসব তথ্য দিল ডিবি 

কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি : জিএম কাদের

শাসনব্যবস্থা নিয়ে বলতে চাইলে নির্বাচিত হয়ে আসুন : ববি হাজ্জাজ

মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী

এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত প্রাথমিক শিক্ষকদের

যুক্তরাষ্ট্রকে তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিল বাংলাদেশ

এটি ঐতিহাসিক একটি নেতিবাচক চরিত্র: মিলটন

নাম পাল্টে গেল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের

দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত

১০

ভয়াবহ বিপদে কানাডা, জরুরি অবস্থা জারি

১১

জি এম কাদের কেন এখনো জেলের বাইরে, প্রশ্ন সারজিসের

১২

দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে তথ্যআপা কর্মীরা

১৩

প্লেইয়ার্ডে আনন্দে মাতল তিন স্কুলের শিক্ষার্থীরা

১৪

ছাত্র-জনতার অর্জিত বিজয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে : মির্জা ফখরুল

১৫

ঈদের আগে সুখবর পেলেন মাদ্রাসার শিক্ষকরা

১৬

মুহুরি নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিতের শঙ্কা

১৭

দুর্যোগ আটকাতে পারেনি বিয়ে, নৌকায় চড়ে হাজির বরযাত্রী

১৮

বাংলাদেশে অদৃশ্য বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সাররা : তথ‍্যপ্রযুক্তি লেখক রাহিতুল

১৯

আ.লীগের সময়ে পাচারের ২.৫ লাখ কোটি টাকার সন্ধান মিলেছে

২০
X