সৌদি আরবের আসির অঞ্চলের আল-কাহমাহ উপকূলে অবৈধভাবে মাছ ধরার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে সৌদি বর্ডার গার্ডের উপকূলীয় টহল দল।
বর্ডার গার্ড জানিয়েছে, আটক ব্যক্তির কাছে অনুমতি ছাড়া ধরা বিপুল পরিমাণ মাছ পাওয়া গেছে। সামুদ্রিক নিরাপত্তা আইন ভাঙার দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রক্রিয়া চলছে।
সৌদি বর্ডার গার্ড সবাইকে দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কিত যে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।
সূত্র : সৌদি গেজেট
মন্তব্য করুন