ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা

হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি গণভোটের প্রচার করছেন চিকিৎসকরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি গণভোটের প্রচার করছেন চিকিৎসকরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। ব্যস্ত এই সেবাকেন্দ্রে নিয়মিত চিকিৎসা দেওয়ার পাশাপাশি নাগরিক দায়িত্বের অংশ হিসেবে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন চিকিৎসকরা। চিকিৎসকরা স্বাস্থ্যসেবার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে কাজ করছেন।

সরেজমিন দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা শেষে রোগী ও তার স্বজনদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং নাগরিক সচেতনতার বিষয়টি তুলে ধরছেন চিকিৎসকরা। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলা শিদলাই ইউনিয়নের শিদলাই ৮নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ডাক্তার খুব সুন্দরভাবে চিকিৎসার পর বুঝিয়ে দিয়েছেন গণভোট কেন গুরুত্বপূর্ণ। এতে বিষয়টা আরও পরিষ্কার হয়েছে।

একই অভিব্যক্তি প্রকাশ করে রোগীর স্বজন সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে রোগী নিয়ে এসেছিলাম, চিকিৎসাও নিয়েছি। শুধু চিকিৎসাই নয়, হাসপাতালে এসে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য উপকারই হচ্ছে। আসন্ন গণভোট সম্পর্কে জানতে সক্ষম হয়েছি।

হাসপাতালের এক চিকিৎসক জানান, আমরা কাউকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছি না। শুধু গণভোটের বিষয়টি সহজ ভাষায় তুলে ধরছি, যেন মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। গণভোটে অংশ নেওয়া যে নাগরিক দায়িত্ব সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, চিকিৎসা আমাদের প্রধান দায়িত্ব। তবে একই সঙ্গে আমরা সমাজের নাগরিক। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে মানুষকে সচেতন করা নাগরিক দায়িত্বেরই অংশ। আমরা চেষ্টা করছি যেন চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত না ঘটে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তাও পৌঁছে যায়।

স্থানীয়দের মতে, চিকিৎসকদের এই ভূমিকা সামাজিক সচেতনতা বাড়াতে সহায়ক হচ্ছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনের এমন উদ্যোগ গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে। এভাবে সমাজের সচেতন মহল এগিয়ে এলে গণভোটসহ যে কোনো সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় সাধারণ মানুষ সহজভাবে বুঝতে পারবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও চিকিৎসাসেবার মান বজায় রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে সচেতনতামূলক প্রচারে চিকিৎসকদের ভূমিকা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

১০

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১১

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

১২

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

১৩

বিএনপির ৫ কর্মসূচির ঘোষণা, নেবে মতামত ও পরামর্শ

১৪

‘ক্ষমতায় গেলে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএনপি’

১৫

ড. খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক, মন্তব্যে চীনের প্রতিবাদ

১৬

জাকাতের বিধান ও সমকালীন মাসায়েল নিয়ে নতুন গ্রন্থ ‘জাকাত’

১৭

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৮

নির্বাচনের ছুটি পাবেন না যারা

১৯

চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর বাসায় মিলল অবৈধ পিস্তল

২০
X