

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে জেলার ১০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফেনীর বড় মসজিদ থেকে দোয়া মোনাজাতের মাধ্যমে শহরের ভেতরের বাজার এলাকায় প্রচারণায় নামেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে জেলার বড় মসজিদ থেকে দোয়া মোনাজাত দিয়ে জোটের সঙ্গী জামায়াতে ইসলামীর নেতারা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের নিয়ে প্রচারণায় নামেন। পরে শহরের ভেতরের বাজার এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ঈগল প্রতীকে ভোট ও গণভোটে হ্যাঁ ভোট কামনা করেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামী আমির মুফতি মওলানা আবদুল হান্নান, সাবেক জেলা আমির একেএম শামসুদ্দিন, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, শিবিরের সহসভাপতি ওমর ফারুক ও জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিককে নিয়ে ভোটারদের কাছে ভোট চান। গণসংযোগ চলাকালে জোটের নেতারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মওলানা আবদুল হান্নান জানান, আমরা ১০ দলীয় জোট ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। নতুন বাংলাদেশ গড়তে ও একটি ইনসাফ পূর্ণ সমাজ গঠনে মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে ১০ দলীয় জোট কাজ করে যাবে।
তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা একটি বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে আজ জনগণের দুয়ারে এসেছি। আশা করছি, ফেনী-২ আসনের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণভোটে হ্যাঁ ও ঈগল প্রতিকের ব্যালটে সিল দিয়ে জয়যুক্ত করবেন। এই ১০ দলীয় জোট থেকে আমি নির্বাচিত হলে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন