গত এক সপ্তাহে সৌদি আরবে ২১ হাজার ৩৩৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি । খবর আরব নিউজ
এদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ১৯৮ জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় এবং ৪ হাজার ১৮৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়া ও পরিবহন সুবিধা প্রদান করা হলে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং তার যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।
আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাকে সৌদি আরব জরুরি নম্বরে কল দেয়ার আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৬ হটলাইট চালু করা হয়েছে।
মন্তব্য করুন