ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে বৃহস্পতিবার সকালের মধ্যেই এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর আল জাজিরা।
গাজা সিটির পশ্চিমে আনসার এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু নিহত হয়। পরে গাজার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে বিমান হামলায় নয়জন নিহত ও অন্তত ১৩ জন আহত হন।
এ ছাড়া দেইর আল-বালাহ এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, টানা দুই বছরের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৬৮ হাজারের বেশি আহত হয়েছেন।
লাগাতার বোমাবর্ষণ ও অবরোধে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর ২০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছেন।
মন্তব্য করুন