

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় বুধবার (১৯ নভেম্বর) কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।
গাজা সিটির আল-জেইতুন এলাকায় বাস্তুচ্যুত পরিবার থাকা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন। খান ইউনিসের দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় ড্রোন হামলায় আরও পাঁচজন আহত হন।
পূর্ব গাজা সিটির আল-শুজাইয়া অঞ্চলে কামান হামলায় একজন নিহত ও চারজন আহত হন। এ ছাড়া খান ইউনিসের পূর্বে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবারের হামলায় ২৫ জন নিহত এবং ৭৭ জনের বেশি আহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫১৩ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৪৫ জন।
ইসরায়েলের সেনা সূত্র জানায়, আল-জেইতুন এলাকায় হামাসের সামরিক কমান্ডারদের একটি বৈঠকে বিমান হামলা চালানো হয়েছে, যেখানে ওই এলাকার ব্যাটালিয়ন কমান্ডার ও নৌ ইউনিট প্রধানকে লক্ষ্য করা হয়।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, খান ইউনিসে তাদের ওপর গুলি চালানো হয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন। সেনাবাহিনী পাল্টা হামলা চালায়।
চলতি বছর ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এ সময় ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও সেনা আংশিক প্রত্যাহার হলেও প্রতিদিন বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিতে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি মার্কিন প্রস্তাবিত একটি প্রস্তাব অনুমোদন করেছে, যাতে গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী ও ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে অনীহা এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
মন্তব্য করুন