শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টুর্নামেন্টে নিম্নমানের পুরস্কার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

পাবিপ্রবির ফুটবল টুর্নামেন্টে দেওয়া বিভিন্ন পুরস্কার। ছবি : কালবেলা
পাবিপ্রবির ফুটবল টুর্নামেন্টে দেওয়া বিভিন্ন পুরস্কার। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ নিম্নমানের পুরস্কার বিতরণ ও নানা অব্যবস্থাপনার অভিযোগে উঠেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া পুরস্কারগুলো নিম্নমানের হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা টুর্নামেন্ট আয়োজনের মান নিয়ে অভিযোগ করে বলেন, ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য কোনো আলাদা ব্যানার বা ডিসপ্লে বোর্ড রাখা হয়নি। ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটি অংশ খুলে পড়েছে। ট্রফিতে গুরুত্বপূর্ণ বানান ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং পুরস্কার বাছাইয়ে স্বচ্ছতার অভাব ছিল।

চ্যাম্পিয়ন দলের ভাইস-ক্যাপ্টেন ও গণিত বিভাগের শিক্ষার্থী ফয়েজ বলেন, এবার আমাদের যে ট্রফি ও মেডেল দেওয়া হয়েছে তা দেখে আমরা হতাশ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ট্রফি এত নিম্নমানের হতে পারে, তা না দেখলে বিশ্বাস করতাম না। গত বছরের ট্রফি ও এবারের ট্রফির মানে আকাশ-পাতাল পার্থক্য। ভিসি স্যারের হাত থেকে যখন এই ট্রফি নিচ্ছিলাম, তখনো মনে হয়েছে তার বিব্রত লাগছিল। দিনশেষে শোকেসে রাখলেও এগুলো দেখলে ভালো অনুভূতি আসবে কিনা সন্দেহ।

রানার্সআপ দলের অধিনায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন রানা বলেন, টুর্নামেন্টে অনেক বেশি অব্যবস্থাপনা আছে। যারা এই টুর্নামেন্টের দায়িত্বে ছিল তাদের ভিতরে অনেক ভুলত্রুটি আছে। এই টুর্নামেন্টের কিছু কিছু জায়গা আছে যেখানে বড় বড় প্রশ্নের জন্ম দেয়। আমি জানি না টুর্নামেন্টের প্রথমে কোনো প্রাইজ মানির ঘোষণা ছিল কি না? তবে আমি অবাক হয়েছে যে ফাইনালে পুরস্কার বিতরণীতে কোনো প্রাইজমানি রাখা হয়নি। আর রানার্সআপ বা চ্যাম্পিয়ন যে ট্রফিটা দেওয়া হয়েছে এটা আসলে একটা বিশ্ববিদ্যালয় লেভেলের ট্রফি হতে পারে না।

এবারের আসরের সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়সহ ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া গণিত বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ বলেন, গতবারের মেডেল ও ট্রফির মান ছিল প্রিমিয়াম। কিন্তু এবার যে মেডেল দেওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ের টুর্নামেন্টের মানের নয়। বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্টে আমরা ভালো মানের পুরস্কার আশা করি, যেগুলো শো-অফ করা যায়। কিন্তু, এবার দেওয়া পুরস্কার শুধু প্রিন্ট করা ছবি মোমজাতীয় কিছুর ওপর লাগানো। সর্বোচ্চ তিন-চার হাজার টাকার মধ্যে এমন ট্রফি বানানো যায়। বিভিন্ন ক্লাব টুর্নামেন্টেও এরচেয়ে ভালো ট্রফি দেওয়া হয়।

এ সময় তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত পুরস্কারের ছবি ফেসবুকে দেওয়ার পর বন্ধুরা কমেন্ট করে কিংবা মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে— এগুলো টিনের, নাকি কাগজে প্রিন্ট করা? এতে আমাদের যেমন খারাপ লাগছে, বিশ্ববিদ্যালয়ের নামও ক্ষুণ্ন হচ্ছে। এক বছর পর টুর্নামেন্ট হচ্ছে— তবুও এত অব্যবস্থাপনা কেন? বাজেট কম ছিল— এমনটাও মনে হয় না। বিষয়টি আমাদের জন্য খুবই হতাশাজনক।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. এনামুল হক জানান, এবার টুর্নামেন্টের বাজেট কম ছিল। পুরস্কার তৈরির জন্য বাজেট কম থাকার কারণে পুরস্কারের মান খারাপ হয়েছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করার।

বানান ভুলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরস্কার তৈরির জন্য কমিটি করা হয়েছিল। নামের বানানের ক্ষেত্রে হয়ত তারা খেয়াল করেননি। ভবিষ্যতে আমরা এ বিষয়ে সতর্ক থাকবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১০

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১১

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১২

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৩

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৪

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৫

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৭

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৮

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

২০
X