রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

রাঙামাটিতে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে সড়কে আগুন জ্বালায় আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
রাঙামাটিতে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে সড়কে আগুন জ্বালায় আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

রাঙামাটিতে ‘আন্দোলনের মুখে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ দফায় স্থগিত হয়েছে। হরতাল কর্মসূচির প্রভাবে ‘নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়’ পরীক্ষা স্থগিতের কথা জানায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পর রাঙামাটিতে চলমান ৩৬ ঘণ্টার হরতালও প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী।

জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘কোটা বৈষম্যের’ অভিযোগ এনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (২০ ও ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় স্থানীয় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা’ একটি জোট।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হরতালের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরের অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। রাঙামাটি থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানের সঙ্গে দূরপাল্লার যানবাহন চলাচলও ছিল বন্ধ। তবে শহরে সীমিত পরিসরে কিছুসংখ্যক মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বন্ধ ছিল কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও।

হরতালকে কেন্দ্রে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশিসংখ্যক লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবে হরতাল পালনকারীদের রাস্তায় কর্মসূচি পালনে কোনো বাধা দেয়নি পুলিশ।

এদিকে, ঘোষিত হরতালের প্রভাবে ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।

৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুপুর সাড়ে ১২টার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইনশৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার যে অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার পর ২টা থেকে ৩৬ ঘণ্টার জন্য ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারী। শহরের প্রাণকেন্দ্র বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের সামনে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের পক্ষে নো. নূরুল আলম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এটি চতুর্থ দফায় স্থগিত হলো। যেখানে অংশ নেওয়ার কথা ছিল প্রায় ৭ হাজার নিয়োগ পরীক্ষার্থীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুখবর পেলেন বিএনপির আরও ২ নেতা

সিডনির কাছে বড় হার, ফাইনালে যাওয়া হলো না রিশাদদের

গ্রেপ্তারের ১০ মিনিট পর হাসপাতালে আসামির মরদেহ ফেলে পালাল পুলিশ

ভারতে না এলে ক্ষতিটা বাংলাদেশেরই, দাবি সাবেক ভারতীয় অধিনায়কের

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

১০

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

১১

আবেগে ভাসলেন রানী মুখার্জি

১২

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৩

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

১৪

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

১৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

১৬

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

১৭

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

১৮

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

১৯

এক নজরে অস্কার মনোনয়ন

২০
X