রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

রাঙামাটিতে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে সড়কে আগুন জ্বালায় আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
রাঙামাটিতে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে সড়কে আগুন জ্বালায় আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

রাঙামাটিতে ‘আন্দোলনের মুখে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ দফায় স্থগিত হয়েছে। হরতাল কর্মসূচির প্রভাবে ‘নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়’ পরীক্ষা স্থগিতের কথা জানায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পর রাঙামাটিতে চলমান ৩৬ ঘণ্টার হরতালও প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী।

জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘কোটা বৈষম্যের’ অভিযোগ এনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (২০ ও ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় স্থানীয় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা’ একটি জোট।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হরতালের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরের অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। রাঙামাটি থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানের সঙ্গে দূরপাল্লার যানবাহন চলাচলও ছিল বন্ধ। তবে শহরে সীমিত পরিসরে কিছুসংখ্যক মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বন্ধ ছিল কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও।

হরতালকে কেন্দ্রে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশিসংখ্যক লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবে হরতাল পালনকারীদের রাস্তায় কর্মসূচি পালনে কোনো বাধা দেয়নি পুলিশ।

এদিকে, ঘোষিত হরতালের প্রভাবে ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।

৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুপুর সাড়ে ১২টার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইনশৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার যে অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার পর ২টা থেকে ৩৬ ঘণ্টার জন্য ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারী। শহরের প্রাণকেন্দ্র বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের সামনে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের পক্ষে নো. নূরুল আলম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এটি চতুর্থ দফায় স্থগিত হলো। যেখানে অংশ নেওয়ার কথা ছিল প্রায় ৭ হাজার নিয়োগ পরীক্ষার্থীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১০

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১১

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১২

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৩

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৪

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৫

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৬

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৭

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৮

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

১৯

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

২০
X