

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের হাতে নগদ ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পৌরসভার ছায়াবীথি এলাকায় তার নিজ বাসভবনে আয়োজিত এ কর্মসূচিতে উপচেপড়া ভিড় দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহপরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, রাজনীতি শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষে করে খোরশেদ আলমের এই মানবিক আয়োজন সাভারবাসীর মনে স্থায়ী ছাপ ফেলবে।
অনুষ্ঠানের আয়োজক লায়ন মো. খোরশেদ আলম বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবতার সেবা করতে চাই। ভবিষ্যতেও দুস্থদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমার এই বাড়িতে ঘুমাতে পারিনি। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, অথচ পরবর্তীতে জোর করে আমার এই বাড়িতে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হাসিনার ছবি টানিয়ে রাখা হয়েছিল। পাঁচ আগস্টের পরপরই পরিস্থিতি অনুকূলে এলেও বিএনপি সংঘাত চায়নি। শান্তিপূর্ণ সাভারের স্বার্থে আমরা ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
তারেক রহমানের জন্মদিনকে উদযাপন নয়—মানবিক সেবায় উৎসর্গ করায় উপস্থিত সবার মাঝে ছিল ভিন্নধর্মী আবেগ ও অনুপ্রেরণা। সাভারের রাজনীতিতে এ আয়োজনকে অনেকেই ‘মানবিক রাজনীতির নতুন অধ্যায়’ বলে উল্লেখ করেছেন।
মন্তব্য করুন