ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ ছাড়িয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইসরায়েলি হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা এখন হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছি।
যদিও ইসরায়েলের এ দাবির সাথে একমত পোষণ করেনি ফিলিস্তিন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় প্রায় দুই হাজার লোক আহত হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের পাল্টা হামলায় শত শত ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন যোদ্ধাকে বন্দি করা হয়েছে।
তেল আবিবে সাংবাদিকদের হাগারি বলেছেন, গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমরা হামাস নেতাদের নিশানা করে হামলা করছি।
মন্তব্য করুন