ইসরায়েলে হামলা চালিয়ে বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ইসরায়েলিকে হামাস তুলে নিয়ে গেছে, এমন খবর গতকাল শনিবার থেকেই বিভিন্ন গণমাধ্যমে আসছে। দুপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতক্ষণ ঠিক কতজন ইসরায়েলিকে অপহরণ করা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। অবশেষে একদিন পার হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস জানিয়েছে, হামাস ১০০ জন সামরিক ও বেসামরিক ইসরায়েলিকে তুলে নিয়ে গেছে।
রোববার এক এক্সবার্তায় ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, ১০০ জনকে তুলে নিয়ে গেছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনা কর্মকর্তা রয়েছে।
এ ছাড়া হামাসের মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ। তবে হতাহতের এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এর আগে ইসরায়েলের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, হামাস ইসরায়েলের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে ধরে গাজা উপত্যকায় নিয়ে গেছে। এর মধ্যে গাজা অঞ্চলে নিযুক্ত ইসরায়েলের সাবেক প্রধান সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনিকে হামাসের হাতে বন্দি
মন্তব্য করুন