কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা-পুলিশ কর্মকর্তার সংখ্যা

ইসরায়েলের সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলের সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।

টানা দুই সপ্তাহ পেরিয়ে ১৫তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। তবে এ সময়ে কতজন সেনা ও পুলিশ কর্মকতা নিহত হয়েছেন তা এতদিনে জানা জায়নি। এবার সে সংখ্যাও জানিয়েছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মোট ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এ ছাড়া দেশটি হামাসের হাতে বন্দিদের সংখ্যাও জানিয়েছে। তারা বলছে যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে ২১০ ইসরায়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হয়েছেন। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

এদিকে ইসরায়েলের চলমান হামলার মধ্যে নতুন হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, আমরা আমাদের ভূমিতেই থাকব। এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার (২১ অক্টোবর) মিসরের কায়রোতে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি দেন।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিরা তাদের গাজার বাইরে অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপকে মেনে নেবে না। ইসরায়েলের সেনাবাহিনীর বিরামহীন বোমাবর্ষণের মধ্যেও তারা এ অঞ্চলেই থেকে যাবে।

তিনি বলেন, আমরা স্থানান্তরকে মেনে নেব না। যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেনো আমরা আমাদের জায়গায় থেকে যাব।

আন্তর্জাতিক এ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট জেরুজালেম ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের বিষয়েও অভিযোগ করেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১৫তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার মিসরের কায়রোতে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। এবারের এই শান্তি সম্মেলনে ২০ দেশের নেতারা যোগ দিলেও নেই ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের কোনো প্রতিনিধি।

মিসরীয় কর্মকর্তারা বলছেন, এই সম্মেলনের মূল লক্ষ্য যুদ্ধবিরতি। তবে ইরান ও ইসরায়েলের মতো মূল কুশীলবরা না থাকায় এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহায়তা দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখানে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের টানা বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজরের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের নির্দেশনা

মার্কিন আইনপ্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা

জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন আহমদ

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়া কে এই এরফান?

হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

১০

বিবিসি বাংলার প্রতিবেদন / বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় কলকাতা

১১

সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

১২

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

১৩

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১৪

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

১৫

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

১৬

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

১৭

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

১৮

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

১৯

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

২০
X