কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা-পুলিশ কর্মকর্তার সংখ্যা

ইসরায়েলের সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলের সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।

টানা দুই সপ্তাহ পেরিয়ে ১৫তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। তবে এ সময়ে কতজন সেনা ও পুলিশ কর্মকতা নিহত হয়েছেন তা এতদিনে জানা জায়নি। এবার সে সংখ্যাও জানিয়েছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মোট ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এ ছাড়া দেশটি হামাসের হাতে বন্দিদের সংখ্যাও জানিয়েছে। তারা বলছে যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে ২১০ ইসরায়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হয়েছেন। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

এদিকে ইসরায়েলের চলমান হামলার মধ্যে নতুন হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, আমরা আমাদের ভূমিতেই থাকব। এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার (২১ অক্টোবর) মিসরের কায়রোতে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি দেন।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিরা তাদের গাজার বাইরে অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপকে মেনে নেবে না। ইসরায়েলের সেনাবাহিনীর বিরামহীন বোমাবর্ষণের মধ্যেও তারা এ অঞ্চলেই থেকে যাবে।

তিনি বলেন, আমরা স্থানান্তরকে মেনে নেব না। যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেনো আমরা আমাদের জায়গায় থেকে যাব।

আন্তর্জাতিক এ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট জেরুজালেম ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের বিষয়েও অভিযোগ করেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১৫তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার মিসরের কায়রোতে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। এবারের এই শান্তি সম্মেলনে ২০ দেশের নেতারা যোগ দিলেও নেই ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের কোনো প্রতিনিধি।

মিসরীয় কর্মকর্তারা বলছেন, এই সম্মেলনের মূল লক্ষ্য যুদ্ধবিরতি। তবে ইরান ও ইসরায়েলের মতো মূল কুশীলবরা না থাকায় এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহায়তা দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখানে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের টানা বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজরের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টা, ২৭ জেলে আটক

ফেসবুকে নতুন চমক, আসছে ইনস্টাগ্রামের মতো ফিচার

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে : আসিফ মাহমুদ

বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’র খসড়ার মতামত গ্রহণ সম্পন্ন

মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞার সংশোধন করল খুলনা মেডিকেল

আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

১০

হঠাৎ কেন দাম কমলো ক্রিপ্টোকারেন্সির?

১১

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

১২

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের স্মারকলিপি

১৩

ইউএস-বাংলা গ্রুপের ট্যাক্স বিভাগে চাকরির সুযোগ

১৪

শিক্ষকদের ছত্রভঙ্গ, যান চলাচল স্বাভাবিক

১৫

বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা

১৬

ওয়াই-ফাই রেডিয়েশনে কতটা ঝুঁকিতে আমরা?

১৭

ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

১৮

সমাধান ও সফটওয়্যার শপের মধ্যে নতুন চুক্তি

১৯

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

২০
X