কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কেন হঠাৎ জেনিনে এত বড় ইসরায়েলি হামলা?

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ছবি : আলজাজিরা।
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ছবি : আলজাজিরা।

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, স্মরণকালে এত বড় পরিসরে হামলা চালানো হয়নি। হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন, আহত অর্ধ শতাধিক। জেনিনে কেন এই হামলা?

আলজাজিরা জানায় জেনিনের শরণার্থী ক্যাম্প বিগত কিছুদিন ধরে ফিলিস্তিনি যোদ্ধাদের বাসস্থানে পরিণত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বাড়ার সাথে সাথে জেনিনে শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধারা একত্র হন।

এ যোদ্ধারা জেনিন ব্রিগেডের ব্যানার বহন করে এবং তারা সংখ্যায় শত শত। এর আগে বিভিন্ন সশস্ত্র অভিযানে অংশ নেওয়া যোদ্ধাদের নিয়ে সম্প্রতি জেনিন ব্রিগেড গড়ে তোলা হয়েছে। এ ছাড়াও এই অঞ্চলে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, ফাত্তাহ এবং হামাস গ্রুপের যোদ্ধারাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিনি যুবকদের একটি বড় অংশ ইসরায়েলের সুসজ্জিত সেনাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। গাজার পাশাপাশি এখন জেনিনও ফিলিস্তিনি প্রতিরোধের আরেকটি নতুন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আচরণে নব্য গঠিত জেনিন ব্রিগেডের মোহভঙ্গ ঘঠেছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তারা সোচ্চার ও সশস্ত্র ভূমিকা পালন করছে।

বেশ কয়েক বছর ধরেই নতুন গঠিত এসব দলকে শায়েস্তা করতে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে 'ব্রেক দ্য ওয়েভ' নামের একটি অভিযান পরিচালনা করে আসছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান নিয়ে জানায়, জেনিনে তারা একটি অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান আক্রমণ করতে সক্ষম হয়েছে। এ সময় সৈন্যরা একটি অত্যাধুনিক রকেট লঞ্চার উদ্ধার করে।

এক সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, সোমবারের অপারেশনের মূল ছিল শরণার্থী শিবিরে মৌচাকের মতো গড়ে ওঠা ফিলিস্তিনি যোদ্ধাদের নিরাপদ বোধ করা থেকে বিরত করা। তিনি আরও জানান, এ ধরনের অপারেশনের ফলে সংঘর্ষ কমে আসবে।

বিগত কয়েক মাসে হামলার মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক বাহিনীর গাড়ি উড়িয়ে দেয় ফিলিস্তিনি যোদ্ধারা।

চলতি অভিযানে সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। এর আগে ২০ বছরে এমনটা দেখা যায়নি।

আলজাজিরাকে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেনিনের শরণার্থী ক্যাম্পে এবং রামাল্লায় চালানো এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। বিমান ও স্থলপথ দুভাবে এ হামলা চালানো হয়। ক্যাম্পে ১৪ হাজার শরণার্থীর বসবাস। জায়গাটিতে নিয়মিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলি বাহিনীর এ হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনান আল মাজালি। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবতা আইনবিরোধী বলে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানান। তিনি ফিলিস্তিনের মানুষদের নিরাপত্তাবিধানে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাহায্য চান।

এদিকে পৃথকভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি এই আগ্রাসনের ফলে ফিলিস্তিনি মানুষের দুর্দশা বাড়ছে এবং দখলকৃত জায়গা নিয়ে দ্বন্দ্ব সমাধানের পথ বন্ধ হচ্ছে। মিশর অবিলম্বে এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মোড়লদের হস্তক্ষেপ আশা করেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচানোর জন্য সেফ প্যাসাজ দেওয়ার আবেদন করেছে।

এক বিবৃতিতে তারা জানায়, আমরা রেডক্রস এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে ইসরায়েলকে সেফ প্যাসাজ দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করছি। আহত এবং হতাহতদের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে।

আল জাজিরাকে মোহাম্মদ কামানজি নামের একজন উকিল, মানবাধিকার কর্মী এবং গবেষক জানান, জেনিন শহরে এবং ক্যাম্পে ভয়াবহ অবস্থা। তিনি বলেন, এখন যেটা হচ্ছে তা হলো- শত শত ইসরায়েলি সৈন্যরা শহরে ও ক্যাম্পে ঢুকে পড়েছে। এদিকে বিমানহামলাও বহাল তালে চলছে।

তিনি আরও জানান, ইসরায়েলি সামরিক বাহিনীর বুলডোজার এবং সামরিক অস্ত্রে সুসজ্জিত গাড়িতে ভরে গেছে শহরের রাস্তাঘাট। এই গাড়ি ও সৈন্যের বহর সবকিছু ধ্বংস করছে। তারা নাগরিকদের সম্পদ নষ্ট করছে। এ হামলায় অনেকে আহত হয়েছেন। নিহতদের ভেতর শিশুরা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার 

জেনে নিন বাড়তি আয়ের ৫টি চমৎকার উপায়

সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

১০

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

১১

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

১২

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

১৩

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৪

আসছে বাহুবলি: দ্য এপিক

১৫

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১৬

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১৭

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১৮

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

১৯

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

২০
X