কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কেন হঠাৎ জেনিনে এত বড় ইসরায়েলি হামলা?

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ছবি : আলজাজিরা।
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ছবি : আলজাজিরা।

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, স্মরণকালে এত বড় পরিসরে হামলা চালানো হয়নি। হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন, আহত অর্ধ শতাধিক। জেনিনে কেন এই হামলা?

আলজাজিরা জানায় জেনিনের শরণার্থী ক্যাম্প বিগত কিছুদিন ধরে ফিলিস্তিনি যোদ্ধাদের বাসস্থানে পরিণত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বাড়ার সাথে সাথে জেনিনে শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধারা একত্র হন।

এ যোদ্ধারা জেনিন ব্রিগেডের ব্যানার বহন করে এবং তারা সংখ্যায় শত শত। এর আগে বিভিন্ন সশস্ত্র অভিযানে অংশ নেওয়া যোদ্ধাদের নিয়ে সম্প্রতি জেনিন ব্রিগেড গড়ে তোলা হয়েছে। এ ছাড়াও এই অঞ্চলে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, ফাত্তাহ এবং হামাস গ্রুপের যোদ্ধারাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিনি যুবকদের একটি বড় অংশ ইসরায়েলের সুসজ্জিত সেনাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। গাজার পাশাপাশি এখন জেনিনও ফিলিস্তিনি প্রতিরোধের আরেকটি নতুন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আচরণে নব্য গঠিত জেনিন ব্রিগেডের মোহভঙ্গ ঘঠেছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তারা সোচ্চার ও সশস্ত্র ভূমিকা পালন করছে।

বেশ কয়েক বছর ধরেই নতুন গঠিত এসব দলকে শায়েস্তা করতে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে 'ব্রেক দ্য ওয়েভ' নামের একটি অভিযান পরিচালনা করে আসছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান নিয়ে জানায়, জেনিনে তারা একটি অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান আক্রমণ করতে সক্ষম হয়েছে। এ সময় সৈন্যরা একটি অত্যাধুনিক রকেট লঞ্চার উদ্ধার করে।

এক সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, সোমবারের অপারেশনের মূল ছিল শরণার্থী শিবিরে মৌচাকের মতো গড়ে ওঠা ফিলিস্তিনি যোদ্ধাদের নিরাপদ বোধ করা থেকে বিরত করা। তিনি আরও জানান, এ ধরনের অপারেশনের ফলে সংঘর্ষ কমে আসবে।

বিগত কয়েক মাসে হামলার মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক বাহিনীর গাড়ি উড়িয়ে দেয় ফিলিস্তিনি যোদ্ধারা।

চলতি অভিযানে সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। এর আগে ২০ বছরে এমনটা দেখা যায়নি।

আলজাজিরাকে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেনিনের শরণার্থী ক্যাম্পে এবং রামাল্লায় চালানো এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। বিমান ও স্থলপথ দুভাবে এ হামলা চালানো হয়। ক্যাম্পে ১৪ হাজার শরণার্থীর বসবাস। জায়গাটিতে নিয়মিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলি বাহিনীর এ হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনান আল মাজালি। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবতা আইনবিরোধী বলে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানান। তিনি ফিলিস্তিনের মানুষদের নিরাপত্তাবিধানে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাহায্য চান।

এদিকে পৃথকভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি এই আগ্রাসনের ফলে ফিলিস্তিনি মানুষের দুর্দশা বাড়ছে এবং দখলকৃত জায়গা নিয়ে দ্বন্দ্ব সমাধানের পথ বন্ধ হচ্ছে। মিশর অবিলম্বে এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মোড়লদের হস্তক্ষেপ আশা করেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচানোর জন্য সেফ প্যাসাজ দেওয়ার আবেদন করেছে।

এক বিবৃতিতে তারা জানায়, আমরা রেডক্রস এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে ইসরায়েলকে সেফ প্যাসাজ দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করছি। আহত এবং হতাহতদের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে।

আল জাজিরাকে মোহাম্মদ কামানজি নামের একজন উকিল, মানবাধিকার কর্মী এবং গবেষক জানান, জেনিন শহরে এবং ক্যাম্পে ভয়াবহ অবস্থা। তিনি বলেন, এখন যেটা হচ্ছে তা হলো- শত শত ইসরায়েলি সৈন্যরা শহরে ও ক্যাম্পে ঢুকে পড়েছে। এদিকে বিমানহামলাও বহাল তালে চলছে।

তিনি আরও জানান, ইসরায়েলি সামরিক বাহিনীর বুলডোজার এবং সামরিক অস্ত্রে সুসজ্জিত গাড়িতে ভরে গেছে শহরের রাস্তাঘাট। এই গাড়ি ও সৈন্যের বহর সবকিছু ধ্বংস করছে। তারা নাগরিকদের সম্পদ নষ্ট করছে। এ হামলায় অনেকে আহত হয়েছেন। নিহতদের ভেতর শিশুরা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন

অকেজো সরঞ্জাম, ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

দাম বাড়ল ভোজ্যতেলের

চমেকে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

ব্যক্তির নাম সরিয়ে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

বর্ণাঢ্য আয়োজনে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

খুলনা সদর আসনে ধানের শীষের দাবিদার যারা

দিনদুপুরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

১০

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

১১

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

১২

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

১৩

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড

১৪

রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

১৫

রাকসু নির্বাচন  / ‘আকাশকুসুম’ ইশতেহারে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা

১৬

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

১৭

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

১৮

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

১৯

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

২০
X